Advertisement

East Bengal Transfer News: ফিনল্যান্ডে খেলা স্ট্রাইকার ইস্টবেঙ্গলে? লাল-হলুদের র‍্যাডারে কে

একের পর এক ফুটবলারের চোট। সমস্যার মধ্যেও দারুণ পারফর্ম করছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এভাবে খুব বেশিদিন চলবে না তা ভালই বুঝতে পারছেন লাল-হলুদ কর্তারা। সেই কারণেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে জয়ের পর আরও এক স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

ashley coffeyashley coffey
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 11:44 AM IST

একের পর এক ফুটবলারের চোট। সমস্যার মধ্যেও দারুণ পারফর্ম করছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে এভাবে খুব বেশিদিন চলবে না তা ভালই বুঝতে পারছেন লাল-হলুদ কর্তারা। সেই কারণেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে জয়ের পর আরও এক স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

কাকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল?

সাংবাদিক সম্মেলনে আগামী কয়েকদিনের মধ্যেই যে মাদিহ তালালের পরিবর্ত ফুটবলার নেওয়া হবে তা জানিয়ে দিয়েছিলেন অস্কার ব্রুজো। সূত্রের খবর, একজন ব্রিটিশ ফরোয়ার্ডের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তার নাম অ্যাশলে কফি (Ashley Coffey)। বর্তমানে ফিনল্যান্ডের প্রথম ডিভিশনে খেলেছেন এই আক্রমণ ভাগের ফুটবলারটি। তাঁর জীবনপঞ্জিও বেশ ঈর্ষণীয়। জানা যাচ্ছে এই ফুটবলারটির সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে ইস্টবেঙ্গলের।

কেন আরও এক স্ট্রাইকারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল?

ক্লেইটন-ডিমানটাকোস থাকতেও কেন আরও এক স্ট্রাইকার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? এই প্রশ্ন উঠতেই পারে। আসলে তালাল গোটা মরসুমের জন্য ছিটকে যাওয়ায় ক্লেইটন খেললেও, তিনি স্ট্রাইকার হিসেবে খেলছেন না। একটু পেছন থেকে গ্রিক স্ট্রাইকার ডিমানটাকোসকে গোল করতে সাহায্য করছেন। সব ম্যাচে ডিমানটাকোস একইভাবে খেলতে পারবেন বা গোল পাবেন এমনটা পভাবার কোনও কারণ নেই। সেই কারণেই তাঁর আরও একজন সঙ্গীকে চাইছে ইস্টবেঙ্গল। যত তাড়াতাড়ি সম্ভব এই তারকাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। ডার্বির আগেই অ্যাশলে কফিকে নিয়ে আসার চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। 

ভাল ছন্দে দল

মরসুমের শুরুটা ভাল না হলেও, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। ছয় ম্যাচ টানা হারের পর, পরপর ম্যাচ জিতেছে লাল-হলুদ। আর তাতেই ফের উজ্জ্বল হয়েছে দলের প্লে অফে যাওয়ার স্বপ্ন। প্রথমবার আইএসএল-এর প্লে অফে যাওয়ার সুযোগ এবার অন্তত হাতছাড়া করতে চাইছে না ইস্টবেঙ্গল। আর সেই কারণেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপাতে মরিয়া ইস্টবেঙ্গল। এখন দেখার ব্রিটিশ তারকা স্ট্রাইকারকে তারা সই করাতে পারেন কিনা। 

Advertisement

শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচ থেকেও তিন পয়েন্টই লক্ষ্য অস্কারের। কারণ, এখন লিগ টেবিলের যা অবস্থা তাতে সব ম্যাচ জেতার জন্যই ঝাঁপাতে হবে সৌভিক চক্রবর্তীদের। 

  

Read more!
Advertisement
Advertisement