Advertisement

East Bengal Transfer News: আমূল বদল আসছে লাল-হলুদে, স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করাবে ইস্টবেঙ্গল?

পরের মরসুমে দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় সমস্ত বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিচ্ছে লাল-হলুদ। এর মধ্যেই জোড়াল হচ্ছে আইএসএল-এর তারকাকে সই করানোর সম্ভাবনা। এ মরসুমে 'ভাল' দল গড়েও সাফল্য আসেনি। চোট সমস্যায় জেরবার হতে হয়েছে অস্কার ব্রুজোদের। এর মধ্যেই সুপার কাপেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2025,
  • अपडेटेड 1:53 PM IST

পরের মরসুমে দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় সমস্ত বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিচ্ছে লাল-হলুদ। এর মধ্যেই জোড়াল হচ্ছে আইএসএল-এর তারকাকে সই করানোর সম্ভাবনা। এ মরসুমে 'ভাল' দল গড়েও সাফল্য আসেনি। চোট সমস্যায় জেরবার হতে হয়েছে অস্কার ব্রুজোদের। এর মধ্যেই সুপার কাপেও হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

সব বিদেশিকেই ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল
ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব। ফুটবল থেকে অবসর নিয়েছেন হেক্টর ইউস্তে। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হিজাজি মাহের ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। এমতাবস্থায় নতুন কোন বিদেশি আসতে পারেন লাল হলুদে? তা নিয়েই জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)।  

ভারতীয় ফুটবল নিয়ে স্পষ্ট ধারণা থাকা এক ফুটবলারকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এই আবহেই, একটি নাম সামনে চলে এসেছে। তিনি হলেন ২৭ বছর বয়সী স্কটিশ ফুটবলার কনর শিল্ডস (Connor Shields)। ভারতের নানা ক্লাবে খেলেছেন এই তারকা অ্যাটাকিং মিডফিল্ডার। গত মরশুমে তিনি চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) জার্সিতে চুটিয়ে খেলেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১টি গোল এবং ৮টি অ্যাসিস্ট। এছাড়াও কনর শিল্ডস ৩৫৮টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে, ৭৬টি পজিটিভ সুযোগ তৈরি করেছেন দলের হয়ে এবং ১০৭টি রিকভারি রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে, ঠিক তার আগের মরশুমে শিল্ডস চেন্নাইয়ের হয়ে ৩টি গোল করেন। 

খেলেন মূলত, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। অর্থাৎ, একদিকে এমন গোলও করতে পারেন এবং অপরদিকে মাঝমাঠ থেকে বল বাড়ানোর কাজেও সিদ্ধহস্ত এই স্কটিশ ফুটবলারটি (Scottish Footballer)। যা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর (Source), সেই কনর শিল্ডস এবার আসতে পারেন লাল হলুদে স্কটল্যান্ডের ফুটবল ক্লাব মাদারওয়েল এফসি, ইউনাইটেড কিংডমের ফুটবল ক্লাব সান্ডারল্যান্ড, অ্যাল্ডারশট টাউন এফসি এবং কুইন্স পার্ক সহ একাধিক ক্লাবের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। নিঃসন্দেহে অভিজ্ঞতার ঝুলি অনেকটাই পরিপূর্ণ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement