Advertisement

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে ফিরলেন এডমুন্ড, টার্গেটে আরও এক তারকা

আসন্ন মরসুমের জোরকদমে জন্য দল গঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যেই, পিভি বিষ্ণুর (PV Vishnu) সঙ্গে চুক্তি বাড়ইয়ে নিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কোমড় ভেঙে বিপিন সিংকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার আই লিগ খেলা আরও একজন ভারতীয় উইঙ্গারকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

এডমুন্ড লালরিন্ডিকাএডমুন্ড লালরিন্ডিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2025,
  • अपडेटेड 11:58 AM IST

আসন্ন মরসুমের জোরকদমে জন্য দল গঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইতিমধ্যেই, পিভি বিষ্ণুর (PV Vishnu) সঙ্গে চুক্তি বাড়ইয়ে নিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কোমড় ভেঙে বিপিন সিংকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার আই লিগ খেলা আরও একজন ভারতীয় উইঙ্গারকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

চলতি মরসুমে ইন্টার কাশীর হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন এডমুন্ড লালরিন্ডিকা। আন্তোনিও লোপেজ হাবাদের দলের এই উইঙ্গার এবার লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন। ইস্টবেঙ্গলের পাশাপাশি, এডমুন্ডকে পেতে দৌড়ে ছিল কেরালা ব্লাস্টার্সও। কিন্তু শেষ পর্যন্ত তিন বছরের জন্য ইস্টবেঙ্গলেই চূড়ান্ত এডমুন্ড।

থাংবোই আসার পরেই চমক দিচ্ছে ইস্টবেঙ্গল
আসন্ন মরসুমের জন্য ইস্টবেঙ্গল দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে থাংবোই সিংটোকে। তারপর থেকেই একের পর এক ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। এই বছর ইন্টার কাশীর হয়ে এডমুণ্ড করেছেন ৪ টি গোল এবং ৫ টি অ্যাসিস্ট। গত মরসুমে ইসয়বেঙ্গলকে গোল করার ক্ষেত্রে বারবার ভুগতে হয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার ও স্ট্রাইকারদের ব্যর্থতায়। এবার সেই সমস্যা মেটাতেই ২৬ বছরের এই ভারতীয় ফুটবলারকে সই করাল লাল-হলুদ। 

অনেক পজিশনে খেলতে পারেন এডমুন্ড
এডমুন্ড আগেও খেলেছেন ইস্টবেঙ্গলে, তিনি একাধিক পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারেন। উইঙ্গার ছাড়াও সেন্টার ফরোয়ার্ড হিসাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যে অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে অস্কার ব্রুজোর দলের জন্য। বেঙ্গালুরু একাডেমি থেকে যাত্রা শুরু হলেও, পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যারোজ এবং ইস্টবেঙ্গলের হয়েও খেলেছিলেন এডমুন্ড। ২০২৩ সালে ইন্টার কাশীতে যোগ দেন তিনি। ইন্টার কাশীর সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল এডমুন্ডের। কিন্তু বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে ঘরে তুলে নিল ইস্টবেঙ্গল। এবার দেখার আই লিগ থেকে আইএসএলে পদার্পণ স্মরণীয় করে রাখতে পারেন কিনা এডমুন্ড লালরিন্দিকা।

নিখিল প্রভু

ইস্টবেঙ্গলের নজরে আরও এক ফুটবলার

Advertisement

পঞ্জাব এফসি থেকে নিখিল প্রভুকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। এই স্টপার সই করলে আরও শক্তি বাড়বে লাল-হলুদের। আর সেই কারণেই পঞ্জাবের ঘর ভেঙে নিখিলকে সই করাতে চাইছে তারা। 

Read more!
Advertisement
Advertisement