Advertisement

Transfer News: বাংলাকে সন্তোষ জেতানো স্ট্রাইকার এবার ISL-এ, কোন দলে সই করছেন রবি?

ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন বাংলা দলের তারকা স্ট্রাইকার রবি হাঁসদা। সাত বছর পর, বাংলা দল ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। আর দল কলকাতায় ফিরে আসার পরেই, রবিকে সই করাল লাল-হলুদ। এমনটাই সূত্রের খবর। রবি এবারের সন্তোষ ট্রফিতে করেছেন ১২টা গোল। আর সেই কারণেই তাঁকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল।

Robi HansdaRobi Hansda
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 11:28 AM IST

ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন বাংলা দলের তারকা স্ট্রাইকার রবি হাঁসদা। সাত বছর পর, বাংলা দল ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। আর দল কলকাতায় ফিরে আসার পরেই, রবিকে সই করাল লাল-হলুদ। এমনটাই সূত্রের খবর। রবি এবারের সন্তোষ ট্রফিতে করেছেন ১২টা গোল। আর সেই কারণেই তাঁকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল।

সূত্রের খবর, বাংলার ম্যাচ দেখতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। রবিকে সেই সময়ই ভাল লেগেছিল অস্কারের। বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পরেই তাই লাল-হলুদ ঝাঁপাল তাঁকে সই করাতে। বুধবার বিমানবন্দরে দেখা যায়, ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন কর্তাকে। বাংলা দলকে বরণ করে নেন তাঁরা। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত, আইএফএ কর্তা অজিত বন্দোপাধ্যায়রা। 

এই সন্তোষ ট্রফিতেই একটা সময় অন্ধকার নেমে এসেছিল, রবির জীবনে। দুই বছর আগে, চোট নিয়েও দলের স্বার্থে নেমে এক বছরের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। ফাইনাল ম্যাচে তাঁর গোলেই কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল। শুধু তাই নয়, বাংলার হয়ে সন্তোষের এক সংস্করণে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এতদিন ছিল মহম্মদ হাবিবের। ‘বড়ে মিঞাঁ’র হায়দরাবাদ শহরেই তাঁর ১১ গোলের রেকর্ড ভাঙলেন রবি। 

দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা রবির এখন লক্ষ্য দু’টো। প্রথমত, একটা চাকরি। বলছিলেন, 'একটা চাকরি পেলে খুশি হব। মুখ্যমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা হলে বলব চাকরির কথা।'  বাংলার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর, রবির লক্ষ্য এবার আইএসএল-এও খেলা। বলেন, 'লক্ষ্য আরও বড় জায়গায় যাওয়া। আইএসএলে খেলতে চাই। আশা করছি সুযোগ পাব।' এবার রবির সেই স্বপ্নও সত্যি হওয়ার পথে। কারণ তাঁকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। তাঁর দলে আসা, লাল-হলুদের স্ট্রাইকার সমস্যা সমাধান করতে পারে কিনা সেটাই দেখার। কারণ, ইস্টবেঙ্গল এখন বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে। সেখানে ভারতীয় একজন স্ট্রাইকার পেয়ে গেলে আখেরে লাভ হবে অস্কারের দলের।      

Advertisement
Read more!
Advertisement
Advertisement