Advertisement

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এই বিধ্বংসী ডিফেন্ডার, কাকে নিচ্ছে লাল-হলুদ?

এ মরসুমে সমর্থকদের হতাশ করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবারেও আইএসএল-এর (ISL) প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ। তার আগে ডুরান্ড কাপে (Durand Cup) আর সব  শেষে সুপার কাপেও (Super Cup) প্রথম ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছে। এমন অবস্থায় পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। থাংবোই সিংটো ও অস্কার ব্রুজোর পরামর্শ মেনে তারকা ডিফেন্ডারকে সই করাতে চাইছে তারা।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 7:42 PM IST

এ মরসুমে সমর্থকদের হতাশ করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবারেও আইএসএল-এর (ISL) প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ। তার আগে ডুরান্ড কাপে (Durand Cup) আর সব  শেষে সুপার কাপেও (Super Cup) প্রথম ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছে। এমন অবস্থায় পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। থাংবোই সিংটো ও অস্কার ব্রুজোর পরামর্শ মেনে তারকা ডিফেন্ডারকে সই করাতে চাইছে তারা।

কাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল?
টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছে, যিনি দলকে ভরসা দিতে পারেন। আর এই আবহেই, একটি নাম সামনে চলে এসেছে। তিনি হলেন এক লাতিন আমেরিকান ফুটবলার। ৩০ বছর বয়সী সেই ফুটবলারটির নাম হল অস্কার জেভিয়ার মেন্ডেজ (Oscar Javier Mendez)। মূলত, তিনি একজন উরুগুয়ের ফুটবলার। গত মরসুমে খেলেছেন উরুগুয়ে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আতলেটিকো পিনারোলের হয়ে।

সূত্রের খবর, এই বিদেশি স্টপারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের। সবথেকে বড় বিষয়, তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। অর্থাৎ, বিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার জন্য তাঁকে দল ডিফেন্সিভ স্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবে (East Bengal Transfer news)। 

কত টাকা খরচ হতে পারে?
আবার প্রয়োজনে মাঝমাঠ থেকে বল বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন এই ফুটবলারটি। বর্তমানে জেভিয়ার মেন্ডেজের মার্কেট ভ্যালু ৪.৮০ কোটি টাকা। প্রসঙ্গত, এর আগে তিনি আর্জেন্টিনার ফুটবল দল Racing Club এবং উরুগুয়ের ফুটবল ক্লাব Danubio FC-র হয়েও মাঠে নেমেছেন। 

দলের স্বার্থে গত মরসুমে ২টি গোলও রয়েছে তাঁর নামের পাশে। ফলে দলের প্রয়োজনে গোলও করতে পারেন তিনি। নিঃসন্দেহে তিনি ইস্টবেঙ্গলে আসলে তা লাল হলুদের জন্য একটি ভীষণ ভালো দিক হতে পারে বলে মত অনেকের। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেই অস্কার জেভিয়ার মেন্ডেজকেই টার্গেট করছে ইস্টবেঙ্গল। অর্থাৎ, কর্তাদের রাডারে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অস্কার জেভিয়ার মেন্ডেজ হয়ত আসতে পারেন লাল হলুদে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement