
আইএসএল ঘোষণ হতেই, পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাতেই জানা গিয়েছে ১৪ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ লিগ। বুধবার অনুশীলন দেখেই বোঝা গেল বদলে গিয়েছে লাল-হলুদ শিবিরের শরীরী ভাষা। তবে সমস্যা তবুও রয়েছে। পে কাট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন ক্লাবে। তবে তা নিয়ে এখনই ভাবছে না ইস্টবেঙ্গল। পাশাপাশি আছে হামিদের বিকল্প খোঁজার ব্যাপারটাও।
হামিদের জায়গায় কে?
লিগ শুরু হতে এখনও এক মাসের বেশি সময় বাকি রয়েছে। হামিদ আহদাদের পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, 'আমরা বিকল্প নিয়ে ভাবছি। কোচের সঙ্গেও কথাবার্তা হয়েছে। আমরা দ্রুত এই সমস্যা সমাধান করার চেষ্টা করছি।' অন্যদিকে, এদিনের অনুশীলন ফুরফুরে মেজাজেই দেখা গেল লাল-হলুদ ফুটবলারদের। যদিও সাইডলাইনেই ছিলেন আনোয়ার আলি এবং নন্দকুমার। হালকা চোট রয়েছে তাদের। কিন্তু বাকিরা পুরোদমেই অনুশীলন করলেন।
পে কাট নিয়ে কী চিন্তাভাবনা করছে ইস্টবেঙ্গল?
এদিন যুবভারতী ক্রীড়াঙ্গানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তবে লিগ শুরুর আগেই বেশ কয়েকটা বিষয় ভাবাচ্ছে ফুটবলারদের। যার মধ্যে প্রথম সমস্যা পে কাট। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, 'আমি শুনলাম বেঙ্গালুরু এফসি ২০% পে কাট করেছে। তাতে ফুটবলাররা রাজিও হয়েছে। পরিস্থিতির কথা ভেবে ইনভেস্টারদের কথাও ভাবতে হবে। ফুটবলাদের কথাও ভাবা উচিৎ। যেহেতু প্রতিযোগিতা ছোট হয়ে যাচ্ছে, যদি ফুটবলাররা রাজি হয় তাহলে ভাল। যেহেতু এই মরশুমে সিঙ্গেল লেগ আইএসএল আয়োজিত হবে, তাই ম্যাচ সংখ্যা অনেক কমে যেতে চলেছে।
এখনও ধোঁয়াশা রয়েছে
অন্যদিকে, এখনও চূড়ান্ত হয়নি আইএসএলের ফরম্যাট। শোনা যাচ্ছে সিঙ্গেল লেগেই আয়োজিত হবে এবারের আইএসএল। সেক্ষেত্রে কলকাতা ডার্বি আয়োজন করবে কারা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বড় ম্যাচের টিকিট বিক্রির লভ্যাংশ পায় আয়োজক দল। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কি স্বার্থত্যাগ করতে প্রস্তুত? পাশাপাশি, লিগের সম্প্রচার স্বত্ব কাদের হাতে তা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে।