মাদিহ তালাল চোটের জন্য গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। সল ক্রেসপোও একই কারণে অনেকদিন মাঠের বাইরে থাকবেন। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একজন মিডফিল্ডারের খোঁজ করছে ইস্টবেঙ্গল। একজন বিদেশি মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা। এমনটাই সূত্রের খবর। পরপর ম্যাচ জিতে অনেকটাই ভাল জায়গায় উঠে এসেছে অস্কার ব্রুজোর দল। তবে প্লে অফে জায়গা পেতে আরও কিছু ম্যাচ জিততে হবে তাদের। সেই জন্যই এই বিদেশি ফুটবলারকে নিতে চাইছে লাল-হলুদ।
কাকে নিতে পারে ইস্টবেঙ্গল?
শোনা যাচ্ছে ব্রিটিশ মিডফিল্ডার জ্যাক রোলসকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এমনটাই সূত্রের খবর। সেন্ট্রাল মিডফিল্ডে খেলা এই ফুটবলার খেলেছেন ক্রিস্টাল প্যালেস, টোটেনহ্যামের মতো ক্লাবের যুব দলের হয়ে। তবে এখন খেলছেন পঞ্চম ডিভিশনের ক্লাব ওয়ার্কিং-এর হয়ে। টোটেনহ্যামের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ফুটবলার। দ্রুত তাঁকে সই করিয়ে মাঠে নামাতে চাইছে ইস্টবেঙ্গল।
কী হয়েছে তালালের?
ইস্টবেঙ্গল (East Bengal) তারকা মাদিহ তালাল (Madiah Talal) হাঁটুর চোটের জন্য গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন। দলে নেই সল ক্রেসপোও (Saul Crespo)। ফলে বড় সমস্যায় পড়ে গিয়েছে লাল-হলুদ ক্লাব। এর মধ্যেই পরপর ম্যাচ জিতে সমর্থকদের মধ্যে আশার আলো জাগিয়েছে ইস্টবেঙ্গল। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে, এখান থেকে প্রায় সব ম্যাচ জিততে হবে। তাই এই দুই তারকার বিকল্প খোঁজার চেষ্টা চালু করে দিয়েছে ইস্টবেঙ্গল।
তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই না হওয়া অবধি সেই নাম গোপনেই রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এখনও ১২ ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। অর্থাৎ আর ৫টি জিততে পারলেই প্লে অফে পৌঁছে যেতে পারে ইস্টবেঙ্গল। এর মধ্যে লিগের তলানিতে থাকা মহমেডানের বিরুদ্ধে একটা ম্যাচ আর হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচ। ফিরতি ডার্বিও আছে ১১ জানুয়ারি।
ইস্টবেঙ্গল শনিবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। নতুন বছরে তাদের প্রথম ম্যাচ মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। এরপরেই ডার্বি।