ইস্টবেঙ্গল (East Bengal) তারকা মাদিহ তালাল (Madiah Talal) হাঁটুর চোটের জন্য গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন। দলে নেই সল ক্রেসপোও (Saul Crespo)। ফলে বড় সমস্যায় পড়ে গিয়েছে লাল-হলুদ ক্লাব। এর মধ্যেই পরপর ম্যাচ জিতে সমর্থকদের মধ্যে আশার আলো জাগিয়েছে ইস্টবেঙ্গল। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে, এখান থেকে প্রায় সব ম্যাচ জিততে হবে। তাই এই দুই তারকার বিকল্প খোঁজার চেষ্টা চালু করে দিল ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে, আরও দুই বিদেশি তারকাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে আছেন চার বিদেশি। তার মধ্যেই দিমিত্রিয়াস ডিমানটাকোস পুরোপুরি ফিট নন। শোনা যাচ্ছে তালালের জায়গায় দ্রুত বিদেশি ফুটবলারকে এনে ফেলতে চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি শোনা যাচ্ছে একজন ইংরেজ স্ট্রাইকারের নামও।
অনেকেই মনে করতে পারেন, কী কারণে আরও এক স্ট্রাইকারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। যেখানে ডিমানটাকোস, ক্লেইটন সিলভারা আছেন সেখানে নতুন করে কোনও স্ট্রাইকার নেওয়ার দরকার কী? আসলে ডিমানটাকোস এখন স্ট্রাইকার হিসেবে খেললেও, সিলভা নীচে থেকে প্লে মেকারের ভূমিকায় কাজ করছেন। তাই তিনি যদি সম্পূর্ণভাবে এই জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারেন তা হলে, তালালের জায়গা তিনি নিয়ে নিতে পারেন। এখনও অবধি এই জায়গায় তিনি যা খেলেছেন তাতে সকলেই মুগ্ধ।
সেই কারণেই স্ট্রাইকার চাইছে ইস্টবেঙ্গল। আর যদি তা না হয়, তবে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করাবে লাল-হলুদ যদিও এখনও কে সেই তারকা তা এখনও জানা যায়নি। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই না হওয়া অবধি সেই নাম গোপনেই রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
এখনও ১২ ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। অর্থাৎ আর ৫টি জিততে পারলেই প্লে অফে পৌঁছে যেতে পারে ইস্টবেঙ্গল। এর মধ্যে লিগের তলানিতে থাকা মহমেডানের বিরুদ্ধে একটা ম্যাচ আর হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচ। ফিরতি ডার্বিও আছে ১১ জানুয়ারি।