Advertisement

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলের নজরে কোস্টারিকান স্ট্রাইকার, কাকে সই করাতে চাইছে লাল-হলুদ?

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছেন কোস্টারিকান স্ট্রাইকার? জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার পরেও নতুন কোনও বিদেশিকে সই করাতে পারেনি লাল-হলুদ। অন্য দিকে বাকি সব দলই বিদেশিদের সই করিয়ে নিচ্ছে। ফলে পিছিয়ে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। আশা করা হয়েছিল মাদিহ তালালের ছিটকে যাওয়ার পরেই তৎপরতা বাড়াবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবে তা হয়নি।

east bengaleast bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2025,
  • अपडेटेड 7:44 AM IST

ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছেন কোস্টারিকান স্ট্রাইকার? জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার পরেও নতুন কোনও বিদেশিকে সই করাতে পারেনি লাল-হলুদ। অন্য দিকে বাকি সব দলই বিদেশিদের সই করিয়ে নিচ্ছে। ফলে পিছিয়ে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। আশা করা হয়েছিল মাদিহ তালালের ছিটকে যাওয়ার পরেই তৎপরতা বাড়াবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবে তা হয়নি।

কেন বিদেশি সই করাতে দেরি হচ্ছে ইস্টবেঙ্গলের?
বিদেশি সই করানোর ক্ষেত্রে বাজেট একটা বড় বাধা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে। তবে শোনা যাচ্ছে, কোস্টারিকার ২৪ বছর বয়সী স্ট্রাইকার জুরগুয়েনস মন্টেনেগ্রোকে (Jurguens Montenegro) সই করাতে পারে লাল-হলুদ। মিউনিসিপাল লিবেরিয়ার (Municipal Liberia) হয়ে খেলা এই ফুটবলার ১৫ ম্যাচে করেছেন ৬ গোল। কোস্টারিকা ছাড়াও, আলবেনিয়া ও বলিভিয়ার লিগেও খেলেছেন মন্টেনেগ্রো। সব ক্ষেত্রেই বেশ সুনামের সঙ্গে খেলেছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গল যদি তাঁকে সই করাতে পারে তবে দারুণ সুবিধা হবে অস্কার ব্রুজোর দলের।

তালালের জায়গায় কেন স্ট্রাইকার নিচ্ছে ইস্টবেঙ্গল?
ক্লেইটন-ডিমানটাকোস থাকতেও কেন আরও এক স্ট্রাইকার সই করাচ্ছে ইস্টবেঙ্গল? এই প্রশ্ন উঠতেই পারে। আসলে তালাল গোটা মরসুমের জন্য ছিটকে যাওয়ায় ক্লেইটন খেললেও, তিনি স্ট্রাইকার হিসেবে খেলছেন না। একটু পেছন থেকে গ্রিক স্ট্রাইকার ডিমানটাকোসকে গোল করতে সাহায্য করছেন। সব ম্যাচে ডিমানটাকোস একইভাবে খেলতে পারবেন বা গোল পাবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। সেই কারণেই তাঁর আরও একজন সঙ্গীকে চাইছে ইস্টবেঙ্গল। যত তাড়াতাড়ি সম্ভব এই তারকাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। 

জুরগুয়েনস মন্টেনেগ্রো

ভাল ছন্দে দল

মরসুমের শুরুটা ভাল না হলেও, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। ছয় ম্যাচ টানা হারের পর, পরপর ম্যাচ জিতেছে লাল-হলুদ। আর তাতেই ফের উজ্জ্বল হয়েছে দলের প্লে অফে যাওয়ার স্বপ্ন। প্রথমবার আইএসএল-এর প্লে অফে যাওয়ার সুযোগ এবার অন্তত হাতছাড়া করতে চাইছে না ইস্টবেঙ্গল। আর সেই কারণেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ঝাঁপাতে মরিয়া ইস্টবেঙ্গল।
   

Advertisement
Read more!
Advertisement
Advertisement