আজ রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গলের (East Bengal) দুই তারকা। ডুরান্ড কাপের (Durand Cup) আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ। ভিসা সমস্যায় বিদেশি ফুটবলারদের আসতে কিছুটা সময় লাগলেও, লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার আশ্বাস দিয়েছিলেন ডুরান্ডে তারা বিদেশী খেলাবেন। পাশাপাশি এও জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই চলে আসবেন বিদেশিরা।
শোনা যাচ্ছে, আজ রাতেই আসছেন মহম্মদ রাশিদ। তাঁর সঙ্গে চুক্তি সইয়ের কথা সরকারিভাবে জানানো না হলেও, এ মরসুমে তিনি লাল-হলুদ জার্সি পরতে চলেছেন বলেই সূত্রের খবর। আর সেই কারণেই প্রি সিজন ট্রেনিং হিসেবে ডুরান্ড কাপে তাঁকে খেলাতে পারে ইস্টবেঙ্গল। রাত ৯:২০ মিনিটে কলকাতায় পা দেবেন এই তারকা।
তবে শুধু রশিদ নয়, শুক্রবার গভীর রাতে কলকাতায় আসছেন দিমিত্রিয়াস ডিমানটাকোসও। গ্রীক তারকা গত মরসুমে একেবারেই ছন্দে ছিলেন না। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। আর সেই জন্যই শুরু থেকে তাঁকে চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। যদিও দলের বাকি বিদেশিরা কবে আসবেন তা এখনও জানা যায়নি। পাশাপাশি বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন প্রভসুকান গিল ও আনোয়ার আলি। ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে লাল-হলুদ।
শক্তি পরীক্ষার সুযোগ
ডুরান্ড কাপে নিজেদের শক্তি পরীক্ষা করার দারুণ সুযোগ পারে ইস্টাবঙ্গল। কারণ এবারে গ্রুপ এ-তে কোনও ভাবি নেই। কঠিন ম্যাচও সেই আর্থে নেই। কারণ ইস্টবেঙ্গলের সাঙ্গ রায়ছে নামধারী এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স। ডুরান্ড কাপে সাফল্য পেলে অইএসএলের আগে দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন ক্লাব কর্তারা। যদিও আইএসএলের ভবিষ্যৎ এখনও কিছুটা অনিশ্চিত, তবে ডুরান্ড কাপে শিরোপা জয় লাল-হলুদ ব্রিগেডের মনোবলাক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
২৩ জুলাই থেকে ডুরান্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। আর এটা দলের কাছে প্রাক মরসুম প্রস্তুতির জন্য দারুণ গুরুত্বপূর্ণ। অস্কার ব্রুজোর দল কীভাবে সেই চ্যালেঞ্জ মুখোমুখি হয় সেটাই এখন দেখার।