
গত কয়েক দিন সকালে অনুশীলন করলেও মঙ্গলবার যুবভারতীতে বিকেলবেলায় রুদ্ধদ্বার অনুশীলনে নামে লাল-হলুদ ব্রিগেড। সমর্থকদের চিন্তা বাড়িয়েছিল সল ক্রেসপো ও আনোয়ার আলির চোট। তবে এদিনের অনুশীলন সেই দুশ্চিন্তা কাটিয়ে দেওয়ার মতই।
এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন স্প্যানিশ মিডফিল্ডার। ঘন্টাখানেকের বেশি সময়ের অনুশীলনে শুরুতে শারীরিক কসরত ও রন্ডো খেলার পর দুই দলে ভাগ করে চলে সিচুয়েশন প্র্যাক্টিস। তবে সিচুয়েশন প্র্যাক্টিস বাদ দিয়ে বাকি সব অনুশীলন করলেন আনোয়ার। শেষের দিকে বল পায়ে একা একা অনুশীলন করেন পঞ্জাব তনয়।
এদিনের অনুশীলনে দীর্ঘক্ষণ ডেভিড লালানসাংগাকে নিয়ে আলাদা করে কথা বলেন অস্কার ব্রুজো। যেহেতু ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেরাই। সেক্ষেত্রে ডেভিডের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবারের আইএসএলে। ফলে ডেভিডের উপর বাড়তি নজর রাখছেন স্প্যানিশ কোচ।
৩২ বছর বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকারের এশিয়ায় দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা আছে। তিনি আসছেন সিঙ্গাপুর লিগে খেলে। দুই স্ট্রাইকার একসঙ্গে দল ছেড়ে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল কোচ অস্কার ব্রুজোকে। তবে ঠিক হয়েছিল, একজন বিদেশি স্ট্রাইকারকেই সই করাবে লাল-হলুদ ক্লাব। সে কারণেই শুধু ইউসেফেকেই সই করাচ্ছে তারা।
দুই স্ট্রাইকারকে একসঙ্গে ছেড়ে দেওয়ায় গোল করার লোক পাচ্ছিল না ইস্টবেঙ্গল। বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও আইএসএল একেবারেই আলাদা মঞ্চ। সেখানে কঠিন প্রতিদ্বন্দিতার মুখে পড়তে হবে। ফলে সেক্ষেত্রে ডেভিড হামাদের দিয়ে কাজ চালানো যাবে না। তার উপর আবার ম্যাচের সংখ্যা কম। প্রতিবছর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলেও, এবারে শুধু একটাই লেগ অনুষ্ঠিত হবে। তাই সব দলকেই সতর্ক থাকতে হবে। আর সে কারণে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই স্ট্রাইকার সই করলো ইস্টবেঙ্গল। তবে সরকারি ঘোষণা এখনও হয়নি। আজ যদি আইএসএল-এর সূচি প্রকাশ পায় তবে নাম ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।
এদিকে সূত্রের খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ম্যাচ পড়তে পারে ইস্টবেঙ্গলের, যেখানে যুবভারতীতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।