Advertisement

East Bengal vs Arkadag FK: আর্কাদাগের বিরুদ্ধে ১০ জনে লড়ে হার, AFC চ্যালেঞ্জ লিগে বিদায় ইস্টবেঙ্গলের

হেরেই বিদায় নিল ইস্টবেঙ্গল। আর্কাদাগকে তাদের ঘরের মাঠে শুরুত গোল দিলেও, তা ধরে রাখতে পারেনি অস্কারের দল। হারতে গোল ২-১ গোলে। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • আশখাবাদ ,
  • 12 Mar 2025,
  • अपडेटेड 6:04 PM IST

হেরেই বিদায় নিল ইস্টবেঙ্গল। আর্কাদাগকে তাদের ঘরের মাঠে শুরুত গোল দিলেও, তা ধরে রাখতে পারেনি অস্কারের দল। হারতে গোল ২-১ গোলে। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। প্রথম লেগে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবে আর্কাদাগের বিরুদ্ধে হার ডিমানটাকোসদের বিরাট চাপে ফেলে দিয়েছিল। আইএসএল-এর শেষ ম্যাচে জুনিয়র দল হেরে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেডের কাছে। টিমের অবস্থা আরও খারাপ করে। দিন কয়েক আগে তুর্কমেনিস্তান গিয়েও বিরাট সমস্যায় পড়তে হয়েছে। আর সেই কারণেই এই ম্যাচটা ছিল স্পেশাল। তে সেখানেও হতাশ করলেন সেলিসরা। 

প্রথম মিনিটেই মেসি বাউলির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দারুণ বিল্ডআপ প্লে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের মধ্যে। ডিমানটাকোস ডানদিক থেকে শট করেন গোলে তা বাঁচান চায়েভ রসুল। তবে তাঁর হাতে লাগা বল এসে পড়ে মেসির পায়ে। গোল করতে ভুল করেননি।  ১৭ মিনিটে তিন ফুটবলারকে ড্রিবল করে অসাধারণ শট মারেন ডিমানটাকোস। তবে তা বারে লেগে ফেরে। ম্যাচ দেখে মনে হচ্ছিল গ্রীক স্ট্রাইকার মরসুমের শেষে ছন্দ খুঁজে পেয়েছেন। সেই সময়ই ছন্দপতন। ৩৪ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় লালচুংনুঙ্গাকে। বক্সের খুব কাছ থেকে ফ্রিকিক পায় আর্কাদাগ। তবে সেখান থেকে গোল আসেনি। 

প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। ইস্টবেঙ্গল ১০ জনের হয়ে না গেলে সমস্যা বাড়তে পারত ঘরের দলের। কারণ এরপরেও দুটো সুযোগ ছিল মেসির সামনে। দুই ক্ষেত্রেই আটকে দেন চায়েভ রসুল। 

আরও পড়ুন

৫২ মিনিটে আবার গোল করার সুযোগ নষ্ট হয় ইস্টবেঙ্গলের। তবে ৭৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামা উরাজভের শট দারুণভাবে বাঁচান প্রভসুকান গিল। ৮৪ মিনিটে সৌভিক চক্রবর্তীর শট বাইরে চলে যায়। পরের মিনিটেই ফের গিলের সেভ লাল-হলুদকে লড়াইয়ে রাখে। ৮৯ মিনিটে তিরিকুসভ আর্কাদাগকে পেনাল্টি পাইয়ে দেন। বক্সের মধ্যে সৌভিকের ট্যাকেল পেনাল্টি এনে দেয় সেখান থেকে সমতা ফেরান আন্নাদুরিইয়েভ। 

Advertisement

অ্যাডেড টাইমে ফের গোল খেয়ে হারে ইস্টবেঙ্গল। কাউন্টার অ্যাটাকে দারুণ ফিনিশ। ২-১ গোলে হারতে থাকা দলের তখন ঘুরে দাঁড়ানোর শক্তিও নেই, সময়ও হাতেগোনা। ফল যা হওয়ার তাই হয়েছে।  
     

Read more!
Advertisement
Advertisement