এখনও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি। রবিবার সেই ক্ষীণ আশা নিয়েই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। সুনীলদের বিরুদ্ধে এই ম্যাচে জিতে এই আশা জিইয়ে রাখতে চান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। শুধু এই ময়চই নয়, এই পর্বে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলতে হবে মহেশ সিংদের। এরপরে রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের দু'টি ম্যাচ। লাল-হলুদ কোচের মাথায় ঘুরছে এই চারটি ম্যাচই। আইএসএল ও এএফসি মিলিয়ে বাকি চার ম্যাচকে এখন এক-একটা ফাইনাল হিসাবে দেখছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
পরপর তিনটে ম্যাচ জিতে ইতিমধ্যেই আত্মবিশ্বাসী মহেশরা। আগের মরচে প্রথমে শুরু না করলেও রবিবার রিচার্ড সেলিসকে প্রথম একাদশে রাখবেন কি না তা বেঙ্গালুরু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পরিষ্কার জানালেন না অস্কার। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে না খেলতে পারলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে আঠারো জনের দলে পিভি বিষ্ণুকে রাখতে পারেন ইস্টবেঙ্গল কোচ। তবে চোটের জন্য এই ম্যাচেও নামতে পারবেন না নন্দকুমার। এদিনও সাইডলাইনে ফিজিওর কাছে আলাদাভাবে অনুশীলন করলেন তিনি এই ম্যাচে আবার লালচুংনুঙ্গাকে পাওয়া যাবে না কার্ড সমস্যার জন্য। তার পরিবর্তে নিশু কুমার সেই জায়গায় আসতে পারেন।
এত কম সময়ের মধ্যে পরপর ম্যাচ খেলতে হওয়ায় যথেষ্টই চিন্তিত অস্কার। বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার আগে বলছেন, 'জানি পরপর ম্যাচ খেলতে হবে। তবে অজুহাত দিতে চাই না। অভিযোগও করতে চাই না। এটুকু বলতে পারি, আগামী চারটে ম্যাচ যেন আমাদের কাছে এক-একটা ফাইনালের সমান। লিগের শেষটা ভালো করতে চাইছি। একই সঙ্গে এএফসিও।" তবে শুধু সুনীল ছেত্রী নন, গোটা বেঙ্গালুরু দলটাকেই গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও হটস্টারে।