চোট আঘাত সমস্যার মধ্যেই পরপর সাত ম্যাচ হেরে যাওয়া চেন্নাইয়েন এফসি-র (Chennaiyin FC) সামনে ইস্টবেঙ্গল (East Bengal)। প্লে অফের আশা বজায় রাখতে আজকের ম্যাচ জিততেই হবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলকে। এর মধ্যেই কলকাতায় নেমেই নতুন সই করা বিদেশি মেসি বাউলি (Messi Bauli) মাঠে নামার জন্য তৈরি। ক্লেইটন সিলভার (Cleiton Silva) অভাব তিনি পূর্ণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।
কীভাবে দেখবেন আজকের ম্যাচ?
সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ইস্টবেঙ্গল-চেন্নাইয়েন ম্যাচ। ফ্রিতেই দেখতে পারবেন এই ম্যাচ। বিশেষত, জিও ব্যবহারকারীদের জন্য। জিও সিনেমায় দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি ফ্রিতে দেখা যাবে টিভিতেও। স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
একাধিক ফুটবলারের চোট
হিজাজি মাহের বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন৷ ডিফেন্ডার আনোয়ার আলি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে নামার সম্ভাবনা নেই তাঁর৷ সেক্ষেত্রে মুম্বই ম্য়াচে সেন্ট্রাল ডিফেন্সে শুরু করা হেক্টর ইউস্তে এবং লালচুংনুঙ্গা জুটিই ভরসা অস্কারের৷ ক্লেইটন সিলভাকেও চোটের কারণে পাওয়া যাবে না৷ তবে তাঁর বিকল্প নয়া বিদেশি মেসি বৌলি শহরে পা দিলেন শুক্রবার৷ শনিবার প্রয়োজনে তাঁকে দেখে নেওয়া যেতে পারে৷ আশার কথা হল সল ক্রেসপোর চোট সারিয়ে ফেরা৷ তবে স্প্যানিয়ার্ডের পরিবর্ত হিসেবে আসার সম্ভাবনাই বেশি৷ প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে প্রভাত লাকরাকেও ৷ কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন জিকসন সিং৷
সমস্যায় চেন্নাইয়েন
শেষ সাত ম্য়াচ জিততে পারেনি চেন্নাই৷ সুপার সিক্সের আশা টিকিয়ে রাখতে জয় জরুরি তাঁদেরও৷ গত ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-৩ গোলে হারতে হয়েছে চেন্নাইয়িনকে৷ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন স্ট্রাইকার উইলমার জর্ডান উইলমার গিল৷ যদিও অবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাল কার্ড পরবর্তীতে হলুদ কার্ডে পরিণত হয়েছে৷ তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলম্বিয়ান স্ট্রাইকারকে পাবেন ওয়েন কয়েল৷
প্রথম পর্বের ম্যাচে কী হয়েছিল?
চলতি আইএসএলের প্রথম পর্বে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল চেন্নাইয়িন এফসি'কে ৷ পিভি বিষ্ণু ও জিকসন সিংয়ের গোলে জিতেছিল লাল-হলুদ ৷