গোয়ায় পৌঁছেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার এগারোটার বিমানে গোয়ার উদ্দেশ্যে রওনা দিলেও, টিম হোটেলে পৌঁছতে হিজাজি, ডেভিডদের প্রায় বিকেল সোয়া পাঁচটা বেজে যায়। তবে সেখান থেকেই সোজা অনুশীলন মাঠে চলে যান লাল-হলুদ ফুটবলাররা। সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে হেড কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে জোরকদমে অনুশীলন করেন ডিমানটাকোসরা। প্রথম ছয়ের লড়াই কঠিন হলেও, এখনও সেই লক্ষ্যে পৌঁছানোর আশা ছাড়ছেন না লাল-হলুদ কোচ। তবে প্রশ্ন হল, রিচার্ড সেলিস (Richard Celis) কি খেলবেন?
একাধিক ফুটবলারের চোট
যদিও তাঁর সেই লক্ষ্যে পৌঁছনোর দিকে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। হেক্টর ইউস্তে (Hector Yuste) গতকাল যুবভারতীর অনুশীলন মাঠে গোয়ার (East Bengal vs FC Goa) বিরুদ্ধে মাঠে নামার আশা প্রকাশ করলেও, এদিন তিনি দলের সঙ্গে জাননি। এছাড়া চোটের তালিকায় দীর্ঘদিন ধরেই রয়েছেন মহম্মদ রাকিপ, প্রভাত লাকড়া, সল ক্রেসপোর মতো ফুটবলাররা। দলের রাইট ব্যাক পজিশনের এমনই অবস্থা, যে গোয়ার বিরুদ্ধে হয়তো খানিকটা বাধ্য হয়েই সেই জায়গায় নন্দকুমার শেকারকে খেলাতে চলেছেন অস্কার।
দলে নেই আনোয়ারও
পাশাপাশি পায়ের আঙুলে চির ধরা পড়ায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আনোয়ার। ফলে পরবর্তী অন্তত তিনটি ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। ক্লেইটন সিলভাও তাঁর পুরানো পিঠের ব্যথায় ভুগছেন। এদিন তিনি গোয়ায় গেলেও, সাইডলাইনেই রিহ্যাব করেছেন। গোয়ার বিরুদ্ধে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে হয়তো তিন বিদেশি নিয়েই মাঠে নামতে হবে অস্কারকে। গোয়ার বিরুদ্ধে লাল-হলুদের নতুন বিদেশি রিচার্ড সেলিস কেমন খেলেন সেদিকেই নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের।
কীভাবে দেখবেন ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম গোয়া ম্যাচ অন্যান্য আইএসএল ম্যাচের মতোই টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু খেলা। পাশাপাশি ফ্রিতে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও ব্যবহারকারীরা। জিও সিনেমায় দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি বিভিন্ন ভাষাতেও হবে কমেন্ট্রি।