রবিবার আর্কাদাগের হোটেলে পৌঁছানোর পর থেকেই বঞ্চনার শিকার ইস্টবেঙ্গল (East Bengal)। তবে সোমবার পরিস্থিতি একটু ভাল বলেই জানা গিয়েছে। এদিনও খাবার থেকে জল নিয়ে সমস্যায় অব্যহত। তবে, শাহরুখ খান (Sah rukh Khan) এই ক্লাবের লাইফ মেম্বার এটা জানতেই কিছুটা হলেও বরফ গলল। হ্যাঁ এটা সত্যি।
স্থানীয় মানুষদের একটা বড় অংশ শাহরুখ অন্ধ ভক্ত। তাঁদের প্রিয় নায়ককে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আজীবন সদস্য পদ দিয়ে সম্মানিত করা হয়েছিল এমনটা জানতে পেরেই, লাল-হলুদের প্রতি কিছুটা ব্যবহার পাল্টে গিয়েছে। হোটেলে ইউটিউব বন্ধ থাকলেও জিকসন সিংরা যখন লাঞ্চ বা ডিনার করতে যাচ্ছে, তখন ডাইনিং হলে বাজানো হচ্ছে বলিউডের বাদশা সিনেমার একের পর এক গান। শাহরুখ কানেকশনেই হোক বা অন্য কোনও কারণে, রবিবারের থেকে সোমবার খাবারের মান বাড়ানো হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের।
তবে এখনও বাথরুমে জলের সমস্যা পুরোটা মেটেনি। তবে এটা বলাই যায় তুলনামূলকভাবে ভাল ব্যবহার করা হচ্ছে দলের সঙ্গে। জেলবন্দি অবস্থা থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। রোজই বলা হচ্ছে রাতে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। সোমবার পর্যন্ত যা দেওয়া হয়নি।
এদিন বিকেলে এএফসির ঠিক করে দেওয়ার সূচি অনুযায়ী আলটাইন আসিরের মাঠে অনুশীলন করে ইস্টবেঙ্গল। খাটালের মতো মাঠ। অনুশীলন করতে গেলে যে কোনও মুহূর্তে গোড়ালি ঘুরে যেতে পারে। তাই চোট বাঁচিয়ে কোনওভাবে গা ঘামানো। শিলঙে যে ফুটবলাররা আইএসএলের ম্যাচ খেলতে গিয়েছিলেন, মঙ্গলবার ভোরের মধ্যে আর্কাদাগের টিম হোটেলে তাঁদের পৌঁছে যাওয়ার কথা। বুধবার ম্যাচ। তাই সব ফুটবলারদের নিয়ে, মঙ্গলবার চূড়ান্ত প্রস্তুতি সারার কথা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। এত প্রতিকুলতার মধ্যেও ইস্টবেঙ্গল বুধবার তুর্কমেনিস্তানের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারে, তা হলে সেটা হবে দারুণ ব্যাপার।
তবে আশঙ্কা হল এই যে, আর্কাদাগ যুবভারতীতে যেভাবে খেলেছিল, ঘরের মাঠে সেভাবে খেলবে না। তারা আরও বেশি করে আক্রমণে উঠে আসবে। সেক্ষেত্রে যে তাদের বৈচিত্র রয়েছে সেটা বোঝা গিয়েছিল, যুবভারতীতেই।