Advertisement

East Bengal vs Jamshedpur FC: ফিট দুই তারকা, ফিরছেন জিকসন; আজ জামশেদপুর ম্যাচে ইস্টবেঙ্গলের দল কেমন?

ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) চোট সমস্যায় ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। ধারাবহিকতার অভাব আরও ভোগাচ্ছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলকে। লিগে এখনও পর্যন্ত টানা তিনটে ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে জামশেদপুর এসি র (Jamshedpur FC) মুখেমুখি হওয়ার আগে সেই ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। তবে দলে ফিরছেন দুই তারকা। সেটাই স্বস্তি দিচ্ছে লাল-হলুদকে।

East Bengal team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 11:27 AM IST

ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) চোট সমস্যায় ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। ধারাবহিকতার অভাব আরও ভোগাচ্ছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দলকে। লিগে এখনও পর্যন্ত টানা তিনটে ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে জামশেদপুর এসি র (Jamshedpur FC) মুখেমুখি হওয়ার আগে সেই ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। তবে দলে ফিরছেন দুই তারকা। সেটাই স্বস্তি দিচ্ছে লাল-হলুদকে।

ফিরছেন তারকারা

ইস্টবেঙ্গল কোচ বলেন, 'আমরা সবে ছন্দে ফিরেছি। সেটা ধরে রাখার কথা ভাবতে হবে। জামশেদপুর ম্যাচ অন্যদের কাছে গুরুত্বপূর্ণ। ফিরে পাওয়া ছন্দ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর নজর দিতে হবে।' লিগ টেবলে জামশেদপুর আপাতত রয়েছে ছ'নম্বরে, ইস্টবেঙ্গল প্রথারোয়। কোচ অস্কারের পাখির চোখ লিগ টেবিলে প্রথম ছয়ে ওঠা। তবে সেজন্য জয়ের খিদে আর সাফল্যের ইচ্ছে আরও করতে হবে আমাদের। শেষ মাচে পঞ্জাব এএফসির বিরুদ্ধে শুরুতে দু গোল খেলেও দ্বিতীয়ার্ধে চার গোল করে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচে ছিলেন না দিমিত্রিয়াস ডিমানটাকোস ও জিকসন সিং। তবে জামশেদপুর ম্যাচের আগে ফিট তাঁরাও। গত ম্যাচে চোট পাওয়া নাওরেম মহেশ সিং-ও খেলবেন এই ম্যাচে।  

সতর্ক অস্কার

স্প্যানিশ হেডসরের কথায়, 'ডেভিড, বিষ্ণুরা শেষ ম্যাচে কী করেছে, সেটা দেখেই খালিদ জামিল (Khalid Jamil) ওর পরিকল্পনা সাজিয়েছে। আমি ওকে স্পোর্টিং ক্লাব ডি গোয়ার কোচ থাকার সময় থেকে চিনি। ও তখন মুম্বই এএফসি-র কোচ ছিল যতদূর মনে পড়ে। খালিদ দলের মধ্যে লড়াইয়ের মানসিকতা তৈরি করে। ও প্রমাণ করে দিয়েছে, আইএসএলে ভারতীয় কোচরাও সাফল্য পেতে পারে। ফলে, শনিবার আমাদের ম্যাচটা একেবারেই সহজ হবে না।' 

ইস্টবেঙ্গল দল

'ইস্টবেঙ্গল প্লে অফে যাওয়ার যোগ্য'

Advertisement

তিনি আরও বলেছেন, 'বাস্তব থেকে বলতে পারি, আমাদের জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা রয়েছে। তা হলে পয়েন্ট তালিকায় আরও উপরে উঠব। পরের সপ্তাহে হায়দরাবাদের সঙ্গে খেলা। আশা করি যে ভাবে চেয়েছি সে ভাবেই বছরটা শেষ করতে পারব। আমরা প্রথম ছয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা করব। প্রথম দিন থেকেই বলে আসছি ইস্টবেঙ্গল প্রথম ছয়ে শেষ করার যোগ্য।'

পঞ্জাব ম্যাচের তিন নায়ক

মাদি আলালকে এই মরসুমে আর পাওয়া যাবে না। ফিরতে ফিরতে বছর শেষ হয়ে যাবে। এর বাইরে নতুন কোনও সমস্যা নেই। ডিমানটাকোস এদিন অনুশীলন করলেন পুরোদমেই। জিকজন সিং বার্ড সমার মিটিয়ে ফেরায় মাঝমাঠে বিকল্প বাড়ছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement