Advertisement

East Bengal vs Karachi FC: এবার পাকিস্তান বধ ইস্টবেঙ্গলের, করাচির ক্লাবকে ২ গোলে হারাল লাল-হলুদ বাহিনী

পাকিস্তানের বিরুদ্ধে ফের জয় ভারতের। এবার ক্রিকেটে নয়, ফুটবলে। জাতীয় দল নয়,ইস্টবেঙ্গল ক্লাব পাকিস্তানের ক্লাব দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল। ফলে বিদেশি টুর্নামেন্টে মশাল গার্লসের সোনার দৌড় অব্যাহত। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে এবার প্রতিপক্ষের ওপর রোলার চালাচ্ছে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন সুলঞ্জনা রাউলরা। ২-০ গোলে জয় পেল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2025,
  • अपडेटेड 7:33 PM IST

পাকিস্তানের বিরুদ্ধে ফের জয় ভারতের। এবার ক্রিকেটে নয়, ফুটবলে। জাতীয় দল নয়,ইস্টবেঙ্গল ক্লাব পাকিস্তানের ক্লাব দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল। ফলে বিদেশি টুর্নামেন্টে মশাল গার্লসের সোনার দৌড় অব্যাহত। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে এবার প্রতিপক্ষের ওপর রোলার চালাচ্ছে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন সুলঞ্জনা রাউলরা। ২-০ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। 

বৃহস্পতিবার পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে প্রতিপক্ষকে ২-০ উড়িয়ে দিল লাল-হলুদের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার পরে এবার দ্বিতীয় ম্যাচেও দাপট অব্যাহত। ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই অ্যাড্রিনালিনের বাড়তি ক্ষরণ। পহেলগাঁও কাণ্ড এবং তারপর অপারেশন সিঁদুরের পর ভারত-পাক দ্বৈরথ মানেই উত্তেজনা তুঙ্গে। মেয়দের ফুটবল হলেও ভারত এবং পাকিস্তানের ক্লাব দ্বৈরথ হাড্ডাহাড্ডি হবে, এমনটাই আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। বাস্তবে তা হয়নি। 

টুর্নামেন্টের পারফরম্যান্সের নিরিখে ইস্টবেঙ্গল যখন প্রতিপক্ষের ওপর দাপট দেখাচ্ছে তখন পাকিস্তানের মহিলা দল জয়ের মুখ দেখেনি।  ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গুঁড়িয়ে দিয়ে মাঠে নেমেছিল লালহলুদ ব্রিগেড। অন্যদিকে করাচি সিটি নিজের প্রথম দুই ম্যাচে ড্র করেছিল ট্রান্সপোর্ট ও নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লালহলুদের দাপট।  ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অনবদ্য গোল আসে সুলঞ্জনা রাউলের। শুরুতে এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগিয়ে পাক রক্ষনের ওপর আক্রমণের ঝড় তোলার চেষ্টা করেন ইস্টবেঙ্গল ফরোয়ার্ডরা। কিন্তু প্রথমার্ধে আর গোল আসেনি। বিরতির পর মাঠে নেমেই ফের লাল হলুদ গোল। ৪৯ মিনিটে গোল করেন রেস্টি নার্জিনারি। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে জেতে ইস্টবেঙ্গল।

লিগ পর্বে ফাজিলাদের আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু পরপর দুই ম্যাচ জিতে ফাইনালে ওঠার পথে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। টানা দুই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। গোলপার্থক্যেও অন্যদের তুলনায় অনেক এগিয়ে তারা। উল্লেখ্য, পাঁচটি দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্টে থাকা দল ফাইনাল খেলবে আগামী ২০ ডিসেম্বর। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement