Advertisement

East Bengal vs Odisha FC: নেই ডিমানটাকোস-সল, ওড়িশা ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কারা?

চোটে জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। আর এর মধ্যেই সামনে আজ ওড়িশা এফসি (Odisha FC)। খারাপ সময়ের ধাক্কা কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাড়াচ্ছিল ইস্টবেঙ্গল। আর সেই সময়েই দুই তারকা ফুটবলারের চোট। আইএসএল-এ (ISL 2024) পরপর দুটো ম্যাচ জয়ের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল হলুদ সমর্থকরা।

East Bengal team East Bengal team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 1:01 PM IST

চোটে জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। আর এর মধ্যেই সামনে আজ ওড়িশা এফসি (Odisha FC)। খারাপ সময়ের ধাক্কা কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাড়াচ্ছিল ইস্টবেঙ্গল। আর সেই সময়েই দুই তারকা ফুটবলারের চোট। আইএসএল-এ (ISL 2024) পরপর দুটো ম্যাচ জয়ের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল হলুদ সমর্থকরা। 
 

কাদের চোট ভাবাচ্ছে?
মিডফিল্ডার সল ক্রেসপোকে (Saul Crespo) পাওয়া যাবে না, আগেই জানা গিয়েছিল। এ বার সেই তালিকায় যোগ হয়েছে দিমিত্রিয়াস ডিমান্টাকোসের (Dimitrios Dimantakos) নামও। সলের জায়গায় গত ম্যাচে জিকসন সিং নেমে গোল করেছেন। ফলে সেক্ষেত্রে অনেকটাই চিন্তামুক্ত অস্কাররা। তবে লাল হলুদের গোলমেশিনের না থাকা আজ সবচেয়ে বড় চিন্তার কারণ তাঁর কাছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা গত ম্যাচে ভাল খেললেও গোল পাননি। শুধু গত ম্যাচ নয়, বিগত বেশ কিছু ম্যাচে গোল করতে পারেননি তিনি। মিস করেছেন সহজ সুযোগও। 

আজ ওড়িশার বিরুদ্ধে কি সেই চেনা ক্লেইটিনকে দেখা যাবে। শুধু এই দু'জন নয়। বুধবার সকালে কোচ অস্কার স্পষ্টই বলে দিলেন, 'পাঁচজন ফুটবলারকে আমরা পাব না ওড়িশার বিরুদ্ধে।' সেই সঙ্গে তিনি এ-ও বলেন, 'চোট-আঘাত নিয়েই চলতে হয়। যারা খেলবে, তাদের উপরে পুরো ভরসা আছে আমাদের।' সামনে পরপর তিনটে ঘরের মাঠে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। কোচ মনে করছেন, এই ডিসেম্বরেই স্পষ্ট হয়ে যাবে ইস্টবেঙ্গল এবার সুপার সিক্সে উঠতে পারবে কি না। 

ওড়িশার অন্যতম সেরা স্কোরার রয় কৃষ্ণা চোটের জন্য বাইরে। কিন্তু হুগো বুমোস, দিয়াগো মাউরিসিওদের মতো প্লেয়াররা আছেন। সঙ্গে রয়েছেন মোর্তাজা ফল। ডিফেন্ডার হলেও সেট পিসের সময়ে উঠে গিয়ে গোল করার ক্ষেত্রে ফল ভয়ঙ্কর। তবে ইস্টবেঙ্গলে সুখবর, হেক্টর ইউস্তে চোট সারিয়ে ফিরে এসেছেন। তিনি খেললে ডিফেন্সের ভরসা বাড়বে। কঠিন পরিস্থিতিতে সমর্থকদের পাশে চাইছেন কোচ। 

কোন দল কোন জায়গায়?

ইস্টবেঙ্গলের ৯ ম্যাচে পেয়েছে ৭ পয়েন্ট। এখন যা পরিস্থিতি, সব ম্যাচে জেতা ছাড়া আর কোনও পথ খোলা নেই লাল হলুদের সামনে। অন্য টিমের দিকেও তাকাতে হবে। সেই সব অঙ্ক নিয়ে অবশ্য ভাবছে না টিম ইস্টবেঙ্গল। একটাই লক্ষ্য, তিন পয়েন্ট ছিনিয়ে আনা। ওড়িশা আবার ১১ ম্যাচে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে।
কোথায় কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ?
ওড়িশা সন্ধ্যা ৭.৩০ সরাসরি স্পোর্টস ১৮ 

Advertisement
Read more!
Advertisement
Advertisement