Advertisement

East Bengal vs Punjab FC: অনিশ্চিত জয় গুপ্তা, পঞ্জাবের বিরুদ্ধে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের দল কেমন?

জয় গুপ্তার চোট ছাড়া কিছুই তেমন ভাবাচ্ছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। এ যেন সত্যিই অন্য ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে সমীহ করলেও, নিজের দলকেই এগিয়ে রেখেছেন। গত কয়েক বছরে যা একেবারেই দেখা যায়নি।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • গোয়া,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 9:32 PM IST

জয় গুপ্তার চোট ছাড়া কিছুই তেমন ভাবাচ্ছে না ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। এ যেন সত্যিই অন্য ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে সমীহ করলেও, নিজের দলকেই এগিয়ে রেখেছেন। গত কয়েক বছরে যা একেবারেই দেখা যায়নি।

বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি পঞ্জাব এফসি। তবে লাল-হলুদকে চিন্তায় রাখবে তাদের রক্ষণ। চোটের কারণে জয় গুপ্তাকে শেষ চারের লড়াইয়ে হয়তো পাবে না ইস্টবেঙ্গল। কোচ অস্কার ব্রুজোর দলের রক্ষণের অন্যতম ভরসা কেভিন সিবিলে। থাকছেন মিগুয়েল ফেরেরা, সল ক্রেসপো, মহম্মদ রশিদ, হামিদ আহদাদ, হিরোশি ইবুসুকিরা। তাঁদের নিয়েই সুপার কাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন লাল-হলুদ সমর্থকরা।

এক মাসেরও বেশি সময় পর ম্যাচ খেলতে নামছে দল। সুপার কাপের ফাইনালের মত ম্যাচের আগে সেটা কি চাপে ফেলে দিচ্ছে ইস্টবেঙ্গলকে? কোচ জানালেন, 'তাঁরা পজিটিভ থাকতে চান। কোনও রকম নেতিবাচক মনোভাব আনা চলবে না। মরশুমের শুরু থেকেই আমরা ভালো খেলছি। দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করাটা খুব প্রয়োজনীয় ছিল। সময় দেওয়াটাও দরকার ছিল। সকলেই আশা করি বুঝতে পারছেন, আমরা শিরোপা জেতার জন্য কতটা তৈরি।'

প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে বাজিমাত করতে চায় ইস্টবেঙ্গল। স্প্যানিশ কোচ আরও বলেন, 'ওরা প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। নতুন ফুটবলারও এসেছে ওদের দলে। সর্বশক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে খেলবে ওরা। আমরা শেষ দুই ম্যাচে ওদের হারালেও সেসব এখন অতীত। তবে ওদেরও যেমন বদল এসেছে, আমাদের দলেরও তেমন বদল এসেছে। তাই আমরাও জয়ের লক্ষ্যে ঝাঁপাব। আমরা যদি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।' 

আইএসএল নিয়ে এখনও কোনও দিশা পাওয়া যায়নি। তা নিয়ে ইস্টবেঙ্গল কোচও যে উদ্বেগে রয়েছেন তা বোঝাই যাচ্ছে। তবে এখন এ ব্যাপারে মন্তব্য করা ঠিক নয় বলে মনে করেন লাল-হলুদ কোচ। বলেন, 'পরিস্থিতি অন্যরকম। আজ বৈঠক আছে। সেদিকে আমরা নজর দেব না। আমাদের নজর ম্যাচের দিকে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement