Advertisement

East Bengal vs Punjab FC: সিবিয়ে-সল-রশিদের গোলে ফাইনালে ইস্টবেঙ্গল, লাল কার্ড দেখলেন অস্কার

পঞ্জাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ৩-১। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল-হলুদ। ১২ মিনিটেই প্রথম গোল তুলে নেয় অস্কার ব্রুজোর দল। গোল করেন রাশিদ। পরে বাকি দুই গোল করেন কেভিন সিবিয়ে। ব্যবধান বাড়ান ক্যাপ্টেন সল ক্রেসপো। সেই ব্যবধান কমাতে পারেনি পঞ্জাব।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • গোয়া,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 6:11 PM IST

পঞ্জাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ৩-১। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল-হলুদ। ১২ মিনিটেই প্রথম গোল তুলে নেয় অস্কার ব্রুজোর দল। গোল করেন রাশিদ। পরে বাকি দুই গোল করেন কেভিন সিবিয়ে। ব্যবধান বাড়ান ক্যাপ্টেন সল ক্রেসপো। সেই ব্যবধান কমাতে পারেনি পঞ্জাব।

কর্নার থেকে গোল পান রশিদ। দূর থেকে শট করে গোল করেন তিনি। যদিও সেই লিড খুব বেশি সময় স্থায়ী হয়নি। বিপিনের ভুলে পেনাল্টি পেয়ে যায় পঞ্জাব। হেড করতে উঠে নাগালে না পেয়ে হাতে বল লাগিয়ে ফেলেন বিপিন। রামিরেজের গোলে সমতা ফেরায় পঞ্জাব। এই ম্যাচে লাল কার্ড দেখেন কোচ অস্কার ব্রুজো। প্রথমার্ধে ইস্টবেঙ্গল সিবিয়ের গোলে এগিয়ে যেতেই চতুর্থ রেফারিকে অঙ্গভঙ্গি করেন কোচ। লাল কার্ড দেখতে হয় তাঁকে।

আগেই হলুদ কার্ড দেখেছিলেন। তখন সতর্ক হলে এ সমস্যা হত না। ফাইন্নালেও হয়ত  তিনি ডাগ আউটে থাকবেন না। দ্বিতীয়ার্ধে পঞ্জাব এফসির খুব কমই সুযোগ পায়। কারণ ইস্টবেঙ্গল - দ্বিতীয় ৪৫ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর আরও গোলের সন্ধান শুরু করে। শেষ ১০ মিনিটের মধ্যেই গিলকে পরীক্ষা করতে শুরু করে এবং প্রতিপক্ষ বক্সে প্রবেশ করতে শুরু করে। তবে অনেক দেরি হয়ে দিয়েছী ততক্ষণে। 

আজই ঠিক হয়ে যাবে ফাইনলা ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা হবে। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি। ম্যাচের পর সল ক্রেসপোকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমার ভেব লাভ নেই। যারাই সামনে আসবে খেলব। আমি তৈরি।' 

Read more!
Advertisement
Advertisement