
ফের দারুণ জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা। নিতা এফএ-এর বিরুদ্ধে আবার ৫ গোলে জয় তুলে নিলেন ফাজিলা ইকওয়াপুটরা। আগের ম্যাচে সেসার বিরুদ্ধে ৯ গোল পেয়েছিল ইস্টবেঙ্গল। আর এবার ৫ গোল। ফলে বলা যায় একের পর এক দলকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে লাল-হলুদের মেয়েরা। ফের একবার ইন্ডিয়ান উইমেন লিগে দারুণ ছন্দে তাঁরা।
৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলা ইকওয়াপুট দারুণ পাস দেন সুলঞ্জনা রাউলকে। পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের শট সোজা গোলে ঢুকে যায়। ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোটা ম্যাচেই দারুণ ছন্দে ছিল ইস্টবেঙ্গল। সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি নিতা এফএ।
ম্যাচে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল আসে ৪২ মিনিটে। ফের ইকয়াপুটের থ্রু থেকেই ব্যবধান বাড়ান সেই সৌম্যা। দারুণ গ্রাউন্ডার শটে দুর্দান্ত প্লেসমেন্ট। অদ্রিজা সরখেলের কিছুই করার করছিল না। ডিফেন্সের ব্যর্থতার সুযোগ দুইবার এগিয়ে দেয় লাল-হলুদের মেয়েরা। নিতা গোলকিপার সরিতার কিছুটা দুর্বল শট লাগে রাস্টির পায়ে। দূর থেকে নেওয়া শট গোলে ঢুকে যায়।
চতুর্থ গোল আসে ফের নিতা এফএ-এর ডিফেন্সের ভুলেই। গোল করেন ইকয়াপুট। রেস্টি নানজিরির সঙ্গে ওয়ান টু খেলে জায়গা করে নেন। তাঁর শট গোলে ঢুকে যায়। ৪ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ গোল আসে খেলার একেবারে শেষ মুহূর্তে। নাওরেম প্রিয়াঙ্কা গোল করে যান। ৫ গোলে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা। অন্যদিকে ডিফেন্সে ভুল করতে থাকায় গোলের মালা পরতে হয়েছে নিতা এফকে দলকে। মনে করা হয়েছিল, এই ম্যাচে কিছুটা হলেও লড়াইয়ের মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গলের মেয়েদের। তবে হল ঠিক তার উল্টো। একের পর এক গোল খেয়ে বড় ব্যবধানে হারতে হল নিতা এফএকে।
ফলে স্বাভাবিক ভাবেই ফের একবার এশিয়ার মঞ্চে যাওয়ার সুযোগ এসে যেতে পারে লাল-হলুদের মেয়েদের সামনে। আর সেটাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। দাপটের সঙ্গে সেই লক্ষ্যে পৌঁছানোর পথে তাঁরা।