
ভারতীয় ফুটবলে চরম অন্ধকার। আর তার প্রতিবাদ আছড়ে পড়ল এএফসি কাপের মঞ্চে। এসিএল টুর ম্যাচে বুধবার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ম্যাচ ছিল তাজিকিস্তানের এফসি ইস্তিকললের বিরুদ্ধে। সেই প্রতিবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। বছর শেষ হতে চললেও সর্বোচ্চ লিগ শুরু করা যায়নি। ভবিষ্যৎ কী হবে সেটাও স্পষ্ট নয়। আর সেই কারণেই এই প্রতিবাদ।
কী করলেন গোয়ার ফুটবলররা?
রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই মাঠে হাঁটু মুড়ে বসে পড়েন গোয়ার ফুটবলারেরা। যারা ম্যাচ দেখছিলেন তাঁরা কেউই বুঝে উঠতে পারেননি কী করতে চাইছেন মানেলো মার্কেজের ছেলেরা।
কেন এই অভিনব প্রতিবাদ?
এরপরেই এফসি গোয়ার সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এর আসল কারণ। গোয়ার তরফে লেখা হয়, 'চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইস্তিকলল ম্যাচ শুরুর আগে গোয়ার ফুটবলারেরা কয়েক সেকেন্ডের জন্য খেলায় অংশ নেননি। ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, তা তুলে ধরার জন্যই এই কাজ করা হয়েছে।'
এফসি গোয়ার তরফে আরও লেখা হয়েছে, 'ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার সম্মুখীন তা তুলে ধরতেই এই ভাবে প্রতিবাদ করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র, কাউকেই অসম্মান করতে এ রকম কাজ করা হয়নি। আমরা সকলকে শ্রদ্ধা করি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা বা তার অংশীদারদেরও অসম্মান করতে চাইনি। ভাল কিছু করার আশা থেকেই এই আচরণ।'
এখনও দেখা যাচ্ছে না আশার আলো
এখনও ভারতীয় ফুটবল নিয়ে আশার আলো দেখা যাচ্ছে না। আর সেটা নিয়েই চিন্তায় সব পক্ষ। শেষ পর্যন্ত ক্লাব জোট এই টুর্নামেন্ট করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
বুধবারই দলগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে কিছুটা হলেও সুরাহা মিলেছে। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রেই সমাধানের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা।
হেরে গেল এফসি গোয়া
৮ মিনিটের মধ্যে স্প্যানিশ ফুটবলার দেজান দ্রাজিকের গোলে এগিয়ে এগিয়েও শেষ পর্যন্ত ১-২ গোলে হারতে হয়েছে গোয়াকে।