Advertisement

FIFA World Cup 2026: কঠিন গ্রুপে ব্রাজিল, মেসিদের খেলা কাদের বিরুদ্ধে? দেখে নিন

১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬-এর বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সহজ গ্রুপ পাচ্ছেন লিওনেল মেসিরা। তবে ব্রাজিলের গ্রুপ বেশ কঠিন। তাদের খেলতে হবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্সও রয়েছে কঠিন গ্রুপে। তাদের সঙ্গে এক গ্রুপে রয়েছে সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে।

বিশ্বকাপবিশ্বকাপ
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 06 Dec 2025,
  • अपडेटेड 7:14 AM IST

১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬-এর বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সহজ গ্রুপ পাচ্ছেন লিওনেল মেসিরা। তবে ব্রাজিলের গ্রুপ বেশ কঠিন। তাদের খেলতে হবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন দল ফ্রান্সও রয়েছে কঠিন গ্রুপে। তাদের সঙ্গে এক গ্রুপে রয়েছে সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে একই গ্রুপে রয়েছে প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান ও কলম্বিয়া। আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা এবং আমেরিকাকে রাখা হয় যথাক্রমে A, B এবং C গ্রুপে। গ্রুপ এ-তে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো বনাম দক্ষিণ দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপ। প্রথমবার ফিফা বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দেশের। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে আয়োজিত হবে ৮০ ম্যাচ। ৪৮টি দেশকে ১২টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেই গ্রুপ বিন্যাস ঘোষণা হল।

বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল ফিফা। সেই মতোই মোট ৪টি আলাদা আলাদা পটে দলগুলিকে রেখে গ্রুপ ভাগ করা হয়েছিল। ইতিমধ্যেই ৪২টি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করছে। ৬টি দলকে এখনও বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে। সেই ৬টি দলের স্লট ধরে নিয়েই গ্রুপ বিন্যাস করা হল। প্রতিটি পট থেকে প্রতি গ্রুপে একটি করে দেশ খেলবে। তবে একাধিক শর্ত রয়েছে। একটি গ্রুপে ইউরোপের দু’টির বেশি দেশ থাকা চলবে না। আবার এক গ্রুপে অন্যান্য কোনও মহাদেশের একের বেশি দল থাকা চলবে না। প্রতি পটে দলগুলিকে সাজানো হয় ফিফা ক্রমতালিকার ভিত্তিতে। আসুন জেনে নেওয়া যাক কোন দেশ কাদের বিরুদ্ধে মাঠে নামবে।

বিশ্বকাপে কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, প্লে-অফ ‘ডি’ জয়ী

গ্রুপ ‘বি’
কানাডা, প্লে-অফ ‘বি’ জয়ী, কাতার, সুইজারল্যান্ড

Advertisement

গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’
আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী

গ্রুপ ‘ই’
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী, তিউনিশিয়া

গ্রুপ ‘জি’
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ ‘এইচ’
স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে

গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

গ্রুপ ‘কে’
পর্তুগাল, প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা


 

Read more!
Advertisement
Advertisement