Advertisement

FIFA World Cup 2026 Schedule: ফুটবল বিশ্বকাপে এখনও পর্যন্ত কোন কোন দেশ যোগ্যতা পেল? পুরো তালিকা রইল

ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড চলছে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। মোট ৪৮টি দেশ খেলবে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে যা ছিল ৩২। চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এখনও কোয়ালিফাইং রাউন্ড চলছে। ৩৪টি দেশ এখনও পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬ফিফা বিশ্বকাপ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 3:04 PM IST
  • এই প্রথম ৪৮টি দেশ বিশ্বকাপ খেলবে
  • কোন কোন দেশ এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করেছে
  • বিশ্বকাপ শুরু হবে ১১ জুন

আগামী বছর একেবারে ঘটনাবহুল। একদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ক্রিকেটে T20 বিশ্বকাপ। আবার ফুটবলে FIFA World Cup 2026। একেবারে পরপর বড় ইভেন্ট। বাঙালির কাছে এই সব কটিই অতিপছন্দের। রাজনীতি ও খেলা মিলেমিশে একেবারে জমজমাট ২০২৬ সাল। FIFA বিশ্বকাপের খুঁটিনাটি তথ্য জানতে ক্লিক করুন এখানে

এই প্রথম ৪৮টি দেশ বিশ্বকাপ খেলবে

ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড চলছে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। মোট ৪৮টি দেশ খেলবে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে যা ছিল ৩২। চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এখনও কোয়ালিফাইং রাউন্ড চলছে। ৩৪টি দেশ এখনও পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। 

আরও পড়ুন

কোন কোন দেশ এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করেছে

FIFA World Cup 2026 এ এখনও পর্যন্ত যে সব টিম যোগ্যতা অর্জন করেছে, সেগুলি হল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (আয়োজক দেশ হিসেবে), ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, আলজেরিয়া, কেপ ভারদে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, টিউনিসিয়া, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও নিউ জিল্যান্ড। 

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন

ফুটবল বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ফাইনাল হবে ১৯ জুলাই রবিবার নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে। মোট ১০৪টি ম্যাচ খেলা হবে বিশ্বকাপে। ইতিমধ্যেই বিশ্বকাপের স্পেশাল বল সামনে এনেছে ফিফা। নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। বলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব রয়েছে নতুন বলটির। এই স্পেশাল বল তৈরি করেছে Adidas। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’ 

Advertisement


Read more!
Advertisement
Advertisement