অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচেই বাহরিনকে ২-০ গোলে হারিয়ে, যাত্রা শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে রয়েছে আয়োজক দেশ কাতার। ধারে ভারে ভারতের থেকে অনেকটা এগিয়ে রয়েছে তারা।
কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। তবে ভারতের কোনও চ্যানেলেই দেখা যাবে না এই খেলা। তাই অ্যাপই ভরসা। অ্যালকাস ৪ (Alkass 4 ) এবং শুফ (Shoof mobile App) মোবাইল অ্যাপে সরাসরি খেলাটি দেখতে পারবেন।
দারুণ ছন্দে কাতার
গত ম্যাচে ব্রুনেইকে ১৩-০ গোলে হারিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে কাতার। তবে সেই ম্যাচে খেলতে নামার আগে নিজের দলের উপর পূর্ণ আস্থা রাখছেন ভারতের অনূর্ধ্ব-২৩ দলের হেড কোচ নওশাদ মুসা। তিনি বলছেন, 'বাহরিন ম্যাচের জয়টা আমাদের আগামী কাতার ম্যাচে খেলতে নামার আগে যথেষ্ট উজ্জীবিত করবে। তবে কাতার দলটা এশিয়ার অন্যতম শক্তিশালী দলগুলির মধ্যে একটা। তাদের খেলার ধরনটাও বাহরিনের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে আমাদের সেই দিকে সজাগ থাকতে হবে এবং নিজেদের খেলাটা খেলতে হবে'।
ভারতের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে কাতার। তবে দোহাতে ভারতীয় দলও যে নিজেদের মানিয়ে নিয়েছে, সেই কথা স্বীকার করছেন নওশাদ মুসা। তিনি বলছেন, 'আমরা এখানে রয়েছি বেশ কিছু সপ্তাহ ধরে। একটা ম্যাচও আমরা খেলেছি পাশাপাশি অনেকদিন অনুশীলনও করেছি। ফুটবলাররাও এখানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। আশা করব একটা ভালো ফল করেই আমরা মাঠ ছাড়বো'।
অনূর্ধ্ব ২৩ দল থেকে বেশ কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে ডাকতে পারেন সিনিয়র দলের কোচ খালিদ জামিল। এ ব্যাপারে খালিদের সঙ্গে কথা হয়েছে? নওশাদ বলছেন, 'আসলে খালিদ সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর খুব কম সময় পেয়েছে। বেঙ্গালুরুতে অনুশীলনের সময় দেখা হয়েছিল। কিছুক্ষণ কথা হয়েছে। তবে এখন দু'জন যে অ্যাসাইনমেন্টে আছি, সেটা শেষ হলে আলোচনায় বসব। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হবে। আর এই দল থেকে যত বেশি সংখ্যক ফুটবলার সিনিয়র দলে পাঠানোই তো আমার কাজ।'
ফলে বোঝাই যাচ্ছে, অনূর্ধ্ব-২৩ দল থেকে সিনিয়র দলে সুযোগ পেতেই পারেন ফুটবলাররা। সেই কারণেই শনিবার রাতে বাড়তি উদ্যোম নিয়ে মাঠে নামতে প্রস্তুত সাহিল হরিজনরা।