Advertisement

East Bengal vs Punjab FC: আজ সুপার কাপের সেমিফাইনালে East Bengal vs Punjab FC, কীভাবে দেখবেন ম্যাচ?

East Bengal vs Punjab FC: এক মাসেরও বেশি সময়ের বিরতি। সুপার কাপের সেমিফাইনালে আজ পঞ্জাবের মুখোমুখি ইস্টবেঙ্গল। গোয়ায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের আগে দুই নতুন ফুটবলারকে দলে সই করিয়ে শক্তি বাড়িয়েছে পঞ্জাব। তবে ইস্টবেঙ্গলের চিন্তা ডিফেন্ডার জয় গুপ্তার চোট। তিনি কি খেলতে পারবেন? কোচ অস্কার ব্রুজো এই প্রশ্ন এড়িয়ে গেলেও চাপে লাল-হলুদ।

অস্কার ব্রুজো ও ইস্টবেঙ্গলঅস্কার ব্রুজো ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • গোয়া,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 2:23 PM IST

এক মাসেরও বেশি সময়ের বিরতি। সুপার কাপের সেমিফাইনালে আজ পঞ্জাবের মুখোমুখি ইস্টবেঙ্গল। গোয়ায় অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের আগে দুই নতুন ফুটবলারকে দলে সই করিয়ে শক্তি বাড়িয়েছে পঞ্জাব। তবে ইস্টবেঙ্গলের চিন্তা ডিফেন্ডার জয় গুপ্তার চোট। তিনি কি খেলতে পারবেন? কোচ অস্কার ব্রুজো এই প্রশ্ন এড়িয়ে গেলেও চাপে লাল-হলুদ।

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
বৃহস্পতিবার বিকেল চারটের সময় শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টার অ্যাপে। তবে ফ্রিতে এই ম্যাচ দেখার সুযোগ নেই। তবে সুপার কাপ সেমিফাইনালে নামার আগে ইস্টবেঙ্গল অনুশীলনে যেন আলাদাই মেজাজ। প্রত্যেকে ফোকাসড, প্রত্যেকে সিরিয়াস। 

গত দুটো প্রতিযোগিতায় যে ভুল হয়েছে, এবারে তা করা যাবে না। তাই ১ ঘন্টার অনুশীলন হলেও তাতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেন নাওরেম-মিগুয়েলরা। এদিন মূলত সেটপিস ও শুটিং প্র্যাক্টিসে মত্ত ছিলেন অস্কারের ছেলেরা। এদিন অনুশীলন শুরুর আগে অস্কারের পেপটকে স্পষ্ট বার্তা ছিল, যে ভুলগুলি ডুরান্ড ও আইএফএ শিল্ডে হয়েছে, সেটা এখানে করা যাবে না। পঞ্জাব এফসি যথেষ্ট শক্তিশালী, তা হিরোশি-কেভিনদের বুঝিয়ে দিলেন অস্কার। ফলে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও মানে নেই। 

তবে অনুশীলনে যেমন একটা ভালো ছবি ধরা পড়ল, চোট পাওয়ার পর বুধবার পুরোদমে অনুশীলন করলেন জয় গুপ্তা। আশা করা যায়, শুরু না করলেও দ্বিতীয়ার্ধে তিনি নামতে পারেনা এদিকে, এদিন অনুশীলন করতে নামেননি ফরোয়ার্ড হামিদ আহদাদ। যদিও সুত্রের দাবি, ক্লান্তির জন্য হামিদের প্রতি সাবধানতা অবলম্বন করা হয়েছে। যদিও হামিদের কোনও গুরুতর চোট নেই বলেই জানা গিয়েছে।

সেক্ষেত্রে গোলে শুরু করবেন প্রভসুখন গিলা সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার ও কেভিন শুরু করবেন। দুই সাইডব্যাকে লালচুংনুংগা ও মহম্মদ রাকিপ শুরু করতে পারেন। মাঝমাঠে সল ক্রেম্পো ও মহম্মদ রশিদ শুরু করবেন। দুই উইংয়ে বিপিং সিং ও নাওরেম মহেশ সিংয়ের শুরু করার সম্ভাবনা বেশি। অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েলই শুরু করবেন। তবে ফরোয়ার্ডে হামিদ না হিরোশি ইবুসুকি সেটা বৃহস্পতিবারই সিদ্ধান্ত নেবেন অস্কার। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement