শুক্রবার ২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে, তাজাকিস্তানের বিরুদ্ধে খেলবে খালিদ জামিলের দল। প্রসঙ্গত ভারতীয় দলের নতুন হেড কোচ হওয়ার পরে, এই প্রতিযোগিতাই খালিদের প্রথম পরীক্ষা হতে চলেছে।
কঠিন পরীক্ষার মুখে খালিদ
এই টুর্নামেন্টের জন্য, ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়েন্ট। তাদের দল থেকে সাতজন ফুটবলার চেয়েছিলেন খালিদ। শেষ অবধি ইস্টবেঙ্গল ফুটবলার ছাড়লেও সবুজ-মেরুন শিবির অনড় থেকেছে তাদের সিদ্ধান্তে। জানিয়ে দিয়েছে, ফিফা উইন্ডো না হওয়ায়, ফুটবলার ছাড়তে তারা বাধ্য নয়। ফলে সমস্যায় খালিদ।
এই ম্যাচে নামার আগে তাজাকিস্তানে দুদিন অনুশীলন করেছেন নাওরেম মহেশ সিং, জিতিন এমএসরা। প্রসঙ্গত এই প্রতিযোগিতায় গ্রুপ বি'তে রয়েছে ভারত। সেখানে আয়োজক দেশ তাজাকিস্তানের পাশাপাশি, শক্তিশালী ইরান (১ সেপ্টেম্বর) এবং প্রতিবেশী দেশ আফল্যানিস্তানের (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। প্রথম ম্যাচে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের নতুন হেড কোচ খালিদ জামিল এবং গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। সেখানে খালিদ পরিষ্কার জানিয়ে দিলেন, বেঙ্গালুরুতে ১০ দিনের প্রস্তুতি শিবির ফুটবলারদের নিজেদের তৈরি করতে অনেকটাই সাহায্য করেছে। তিনি বলেন, 'কাফা নেশনস কাপের জন্য আমরা ভালই প্রস্তুতি সেরেছি। দলের সকল ফুটবলাররাই এখানে আসার আগে নিজেদের তৈরি করেছে।'
কীভাবে দেখবেন এই ম্যাচ?
CAFA নেশনস কাপ ২০২৫-এর ম্যাচ, ভারত বনাম তাজিকিস্তান, ভারতে টিভিতে সম্প্রচারিত হবে না। তবে, ম্যাচটি ফ্যানকোডে সরাসরি সম্প্রচার করা হবে। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে।
পরিসংখ্যানে কোন দল এগিয়ে?
প্রসঙ্গত এর আগে ভারত এবং তাজাকিস্তান পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে। আর এই পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে, তাজাকিস্তান এর মধ্যে তিনটি ম্যাচে জয় লাভ করেছে। আর ভারত জিতেছে মাত্র একবার। ২০০৮ এএফসি ডানেঞ্জ কাপের ফাইনালে পার্সিয়ান সিংহদের ৪-১ গোলে হারায় ভারত। তবে খালিদ এখন ভালমতেই জানেন তাজাকিস্তান ফিফা ক্রমতালিকায় ভারতের অনেকটাই উপরে রয়েছে। তাই একেবারেই সহজ হবে না। তিনি আরও যোগ করেন, 'আমরা ভালোই মদানি, তামাবিস্তান কতটা শক্তিশালী দল। তবে আমরা শুধু আমাদের নিজেদের খেলা নিয়েই ভাবছি। আমাদের দলগতভাবে খেলতে হবে, এবং প্রতি ম্যাচেই উন্নতি করতে হবে। এটা একটা লম্বা পদ্ধতি। তবে আমি আশাবাদী, ভবিষ্যতের জন্য ভাল দল গড়তে পারব।'