কলকাতা লিগে (CFL 2025) তৃতীয় ম্যাচে রেলওয়ে এফসির (Railway FC) বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুরুটা ভাল না হলেও পরিস্থিতি সামলে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। গত কয়েকদিন আগেই কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে (Kalighat Sports Lovers Association) বিরাট বড় ব্যবধানে পরাজিত করে মোহনবাগান। যার ফলে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচ খেলতে পারবে সকলে। এমনটাই মনে করছেন কোচ ডেগি কার্ডোজো।
কীভাবে দেখবেন ম্যাচ?
সোমবার দুপুর তিনটের সময় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। ব্যারাকপুরের বিভূতিভূষন স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। মাঠে যেতে না পারলেও, সরাসরি এই ম্যাচ দেখতে পাবেন এসএসএন-এর অ্যাপে বা ওয়েবসাইটে। তবে ফ্রিতে এই ম্যাচ দেখা যাবে না। সেক্ষেত্রে সাবসক্রিপশন করতে হবে ফুটবলপ্রেমীদের।
খুব বেশি সময় পায়নি মোহনবাগান
ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবুজ মেরুনের কোচ ডেগি বলেন, 'আমাদের কাছে খুব অল্প সময় ছিল এই ম্যাচের আগে। মাত্র তিনটে দিন পেয়েছিলাম। আরও একটা দিন পেলে সুবিধা হত। সবদিক মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। তবে খেলোয়াড়রা যথেষ্ট ইতিবাচক রয়েছে। অনুশীলনে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করবো। তবে যেহেতু বহু তরুণ ফুটবলার রয়েছে তাই এক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে পারে। সেইদিক মাথায় রেখেই সকলকে সাবধান করেছি। তবে আগের ম্যাচে জয় নিঃসন্দেহে অনেকটাই মাইলেজ বাড়িয়ে দেবে।'
কলকাতা লিগ খুব কঠিন
কলকাতা লিগ যে সহজ টুর্নামেন্ট নয় তা হাড়েহাড়ে টের পাচ্ছেন মোহনবাগান কোচ। প্রথম ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে মরিয়া মোহনবাগান। ডেগি আরও বলেন, 'কলকাতা লিগ যথেষ্ট কঠিন টুর্নামেন্ট। অন্যান্য রাজ্যের তুলনায় যথেষ্ট চাপের। একবার ম্যাচ থেকে হারিয়ে গেলে পয়েন্ট খোয়াতে হবে। প্রথম ম্যাচে আমরা সেই শিক্ষা পেয়েছি। তাই সাবধানতা অবলম্বন করে খেলতে হবে। পুরো নব্বই মিনিট মাঠে লড়াই করতে হবে।'