৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের আইএফএ শিল্ড। আপাতত ছ'টি দল অংশ নিতে চলেছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে। চার বছর পর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। দুই গ্রুপে ভাগ করা হয়েছে এই ছয় দলকে। তিনটি করে দল রয়েছে এক একটি গ্রুপে। ফলে লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলাই যায়।
কবে খেলা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের?
গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে শ্রীনিধি ডেকান ও নামধারী এফসি। আর গ্রুপ ‘বি’-তে মোহনবাগান সুপার জায়েন্ট গ্রুপে লড়বে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের আইএফএ শিল্ড হচ্ছে এবার। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ৮ অক্টোবর। সুপার কাপের আগে শিল্ড শেষ করতে বলা হয়েছে ফেডারেশনের তরফে। সেই মতোই ফাইনাল হবে ১৮ অক্টোবর।
কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই আইএফএ শিল্ডের সূচনা হতে চলেছে। ৮ অক্টোবর প্রথম ম্যাচে মশাল বাহিনীর প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৪ তারিখ নামধারীর বিরুদ্ধে। অন্যদিকে, মোহনবাগানের প্রথম ম্যাচ ৯ অক্টোবর। সবুজ-মেরুনের মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালা। ১৫ অক্টোবর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।
খেলা হবে জেলার মাঠেও
শিল্ডে অংশ নেওয়া ছ’টা দলকে দু’টো গ্রুপ করা হবে। প্রত্যেকটি গ্রুপে তিনটে করে দলকে রাখা হবে। আর শুক্রবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “এবার কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তাই ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই আইএফএ শিল্ডের যাত্রা শুরু হবে। কলকাতার দলগুলোর খেলা কলকাতাতে করার চেষ্টা করছি, যাতে সবাই যেতে পারে। দু-একটা ম্যাচ হয়তো জেলার মাঠেও হবে।”
ডার্বি হবে?
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আলাদা গ্রুপে থাকায় ফাইনালের আগে শিল্ডে ডার্বি হওয়ার সম্ভাবনা নেই। আর দুই প্রধান শিল্ড ফাইনালে উঠলে খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব। তাছাড়াও উদ্বোধনী ম্যাচ সম্ভবত হতে চলেছে কিশোরভারতী স্টেডিয়ামে। তবে টিকিটের দাম কত রাখা হবে, তা কয়েক দিনের মধ্যেই জানা যাবে। জানা গিয়েছে, শিল্ডের ম্যাচগুলি হবে দুপুর তিনটে থেকে। তবে ফাইনাল ক’টার সময় আয়োজিত হবে, সেটা অবশ্য জানা যায়নি।