Advertisement

IFA Shield: ৪ বছর পর শুরু হচ্ছে IFA শিল্ড? খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

চার বছর পর ফিরতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield)। প্রতিযোগিতা কীভাবে এগোবে, তা চূড়ান্ত করতে শনিবার আইএফএ-তে শিল্ড কমিটির মিটিং ডাকা হয়েছিল। সেখানে আলোচনার পর প্রতিযোগিতার ফরম্যাট, দিনক্ষণ, ভেন্যুর রূপরেখা স্থির করা হয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে পুরোটা চূড়ান্ত হবে। ২২ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬টায় আইএফএ অফিসে সেই বৈঠক হবে।

আইএফে শিল্ডআইএফে শিল্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 2:59 PM IST

চার বছর পর ফিরতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield)। প্রতিযোগিতা কীভাবে এগোবে, তা চূড়ান্ত করতে শনিবার আইএফএ-তে শিল্ড কমিটির মিটিং ডাকা হয়েছিল। সেখানে আলোচনার পর প্রতিযোগিতার ফরম্যাট, দিনক্ষণ, ভেন্যুর রূপরেখা স্থির করা হয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে পুরোটা চূড়ান্ত হবে। ২২ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬টায় আইএফএ অফিসে সেই বৈঠক হবে।

কবে থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড?
সুপার কাপ শুরুর আগে শিল্ড শেষ করার নির্দেশ দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এদিকে উৎসবের মরশুমে পুলিশি নিরাপত্তা পেতে সমস্যা হবে। তাই ঠিক হয়েছে, লক্ষ্মীপুজোর পর অর্থাৎ ৮ অক্টোবর শিল্ড শুরু হবে। ফাইনাল হতে পারে ১৭ বা ১৮ অক্টোবর। কালীপুজোর আগে প্রতিযোগিতা শেষ করার লক্ষ্যে এগোচ্ছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে শিল্ড আয়োজিত হবে। দুই গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে ফাইনাল। অর্থাৎ একটি দল সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলতে পারবে।

আসবে কোনও বিদেশি দল?
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, এত কম সময়ে বিদেশি দল আনা মুশকিল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং
ও ডায়মন্ড হারবার খেলবে ধরে এগোচ্ছে আইএফএ। সঙ্গে আরও দুই আই লিগ ক্লাবকে নেওয়া হবে। সূত্রের খবর, গোকুলাম কেরালা ও রিয়েল কাশ্মীরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গোকুলাম নাকি খেলতে রাজি। তবে কাশ্মীরি দলটি এখনও সিদ্ধান্ত জানায়নি। আইএফএ-র ইচ্ছে থাকলেও ১-১৫ অক্টোবর পর্যন্ত ময়দানে ম্যাচ আয়োজন সম্ভব নয়। সেইসময় মাঠগুলো সেনাবাহিনী অধিগ্রহণ করে নেয়। তাই যুবভারতী, কিশোরভারতী ছাড়াও নৈহাটি, ব্যারাকপুর ও কল্যাণীতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতবারের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই। শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গতবারের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করতে কোনও বাধা নেই। অন্যদিকে এবারের কলকাতা লিগের শেষ ম্যাচ হবে সোমবার। সেই ম্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস। 

Read more!
Advertisement
Advertisement