Advertisement

Football Rule Change: বিশ্বকাপের আগে ফুটবলের নিয়মে বড় বদল, সমস্যায় পড়তে পারেন স্ট্রাইকাররা?

পরের বছরেই আমেরিকায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তার আগে বড় বদল আসতে চলেছে ফুটবলের নিয়মে। পেনাল্টির ক্ষেত্রে যেমন নতুন নিয়ম থাকবে, তেমনই ভারের (VAR) ক্ষেত্রেও কিছু নিয়ম বদল হবে।

ফুটবল (প্রতীকী ছবি)ফুটবল (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 5:27 PM IST

পরের বছরেই আমেরিকায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তার আগে বড় বদল আসতে চলেছে ফুটবলের নিয়মে। পেনাল্টির ক্ষেত্রে যেমন নতুন নিয়ম থাকবে, তেমনই ভারের (VAR) ক্ষেত্রেও কিছু নিয়ম বদল হবে। 

পেনাল্টির ক্ষেত্রে কী বদল আসছে?
পেনাল্টির (Spot Kick) ক্ষেত্রে এতদিন, মারার পরেও বল গোলকিপারের গায়ে লেগে বা বারে লেগে ফিরে এলে আবার গোল করার সুযোগ পেতেন স্ট্রাইকার। ফিরতি বল জালে জড়াতে পারলে গোল হত। তবে এবার থেকে তা আর হবে না। প্রথম শটে গোল করতে না পারলে, দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না। পেনাল্টি মারার আগে বা পরে, আক্রমণকারী দলের অনেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন। পেনাল্টি মারার ফিরতি বলে গোল করার ক্ষেত্রে সেটা নিয়ে বিতর্ক হয়। নতুন নিয়মে তা নিয়ে আর কোনও সমস্যা থাকবে না। ফলে পেনাল্টি শুট আউটের মতো হতে চলেছে ম্যাচ চলাকালীন পেনাল্টির নিয়ম।

আগেও পেনাল্টি নিয়ে সমস্যা হয়েছিল
২০২০ সালে ইউরো কাপের (Euro Cup 2020) একটি ঘটনাকে এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে। যেখানে ইংল্যান্ডের হ্যারি কেনের (Harry Kane) শট বাঁচিয়ে দেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল। ফিরতি শটে কেন গোল করে দেন।

ভারের নিয়মেও বদল
ভারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখানোর নিয়মেও বদল আসতে পারে। দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখানোর সময় রেফারিদের অনেক সমস্যার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে রেফারিরা চাইলে আরও একবার ‘ভার’-এর সাহায্য নিতে পারেন। তাছাড়া কর্নারের ক্ষেত্রে রেফারিদের জন্য ‘ভার’-এর সুযোগ থাকছে। আমেরিকায় ক্লাব বিশ্বকাপ চলাকালীন এই নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত হয়তো নিয়ম বদলের ঘোষণা হতে পারে।

সবমিলিয়ে বলা যায়, বিশ্ব ফুটবলে বড় বদল আসতে চলেছে পরবর্তী বিশ্বকাপের আগে। তবে এই দুই বদল কবে প্রথমবার দেখা যাবে সে ব্যাপারে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি।   


  

Read more!
Advertisement
Advertisement