Advertisement

India FIFA Ranking: FIFA র‍্যাঙ্কিংয়ে আরও নীচে নামল ভারত, AIFF প্রেসিডেন্ট দুষছেন FIFA-কেই

গত ৯ বছরে FIFA র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। ভারতীয় ফুটবলের  FIFA র‍্যাঙ্কিংয়ে দুরাবস্থা নিয়ে কল্যাণ চৌবের দাবি,  FIFA-র র‍্যাঙ্কিং সিস্টেম অত্যন্ত জটিল ও ফ্লাকচুয়েটিং।

কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্টকল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 5:01 PM IST
  • FIFA-র র‍্যাঙ্কিং সিস্টেম অত্যন্ত জটিল ও ফ্লাকচুয়েটিং
  • অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হার
  • জাতীয় দলের গ্রোথ হচ্ছে না

ভারতে ফুটবল ভক্তের অভাব নেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে। কিন্তু বিশ্ব মানচিত্রে ভারতীয় ফুটবলের অবস্থা শোচনীয়। FIFA র‍্যাঙ্কিংয়ে আরও নীচে নেমে গিয়েছে ভারত। সম্প্রতি ১০ জুলাই FIFA র‍্যাঙ্ক প্রকাশিত হয়েছে, দেখা গিয়েছে ভারত ৯ ধাপ নেমে গিয়ে ১৩৩ নম্বরে চলে গিয়েছে। FIFA র‍্যাঙ্কিংয়ে ভারতের এই পতনের জন্য FIFA-কেই দুষছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। 

FIFA-র র‍্যাঙ্কিং সিস্টেম অত্যন্ত জটিল ও ফ্লাকচুয়েটিং

গত ৯ বছরে FIFA র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। ভারতীয় ফুটবলের  FIFA র‍্যাঙ্কিংয়ে দুরাবস্থা নিয়ে কল্যাণ চৌবের দাবি,  FIFA-র র‍্যাঙ্কিং সিস্টেম অত্যন্ত জটিল ও ফ্লাকচুয়েটিং। তাঁর কথায়, 'বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি ইলো মডেল-এর উপর ভিত্তি করে তৈরি, যা কয়েক বছরের মধ্যে একটি দলের ঐতিহাসিক পারফর্ম্যান্স বিবেচনায় রাখে। প্রতিপক্ষের শক্তি ও ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে পয়েন্ট যোগ বা বাদ দেওয়া হয়।'

কল্যাণ চৌবের বক্তব্য, ২০২৩ সালে যখন আমি দায়িত্ব নিয়েছিলাম, তখন ভারতের পুরুষদের ফুটবল দল FIFA র‍্যাঙ্কিংয়ে ৯৯ থেকে ১০৬ নম্বরে নেমে গিয়েছিল। ২০২৫ সালে তা নেমে ১৩৩ হল। অর্থাত্‍ ৯৯ থেকে সোজা ১৩৩ নম্বরে। 

অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হার

ভারতের এই পতন হয়েছে ২০২৩ সালের আশাব্যাঞ্জক পারফর্ম্যান্সের পরেও। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পরাজয় বড় ধাক্কা দিয়েছে, আর পরবর্তী ম্যাচগুলিতে দুর্বল পারফর্ম্যান্স পরিস্থিতিকে আরও খারাপ করেছে। চৌবে ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন, উল্লেখ করেন,  FIFA  প্রথম র‌্যাঙ্কিং চালু করার সময় ভারত আরও অনেক নিচু অবস্থান থেকে শুরু করেছিল। বলেন, 'ফিফা প্রথম র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল ১৯৯২ সালের ডিসেম্বরে, তখন ভারত ছিল ২১১টি সদস্য দেশের মধ্যে ১৪৩ তম স্থানে। ২০১৫ সালে আমরা নেমে যাই ১৭৩-এ, এরপর ২০১৮ সালে উঠে আসি ৯৭-এ। আমাদের সেরা ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে, যখন আমরা ছিলাম ৯৪ নম্বরে, যা ন্যাশনাল ফুটবল লিগ (NFL) শুরুর অনেক আগের ঘটনা।'

Advertisement

জাতীয় দলের গ্রোথ হচ্ছে না

তবে ভারতের ঘরোয়া বা ক্লাব ফুটবলের যে উন্নয়ন হয়েছে বা হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় দলের গ্রোথ হচ্ছে না বলেও স্বীকার করে নিয়েছেন ফেডারেশনের সভাপতি। বলেন, 'গত এক দশকে ভারতীয় ফুটবল অসাধারণ অগ্রগতি দেখেছে—উন্নত স্টেডিয়াম, ক্লাবের পেশাদারিত্ব বৃদ্ধি, খেলোয়াড়দের বেতনের উন্নতি এবং বিশ্বমানের সম্প্রচার ব্যবস্থা। আইএসএল এখন এশিয়ার অন্যতম সর্বাধিক দেখা লিগ।'

Read more!
Advertisement
Advertisement