এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। হামজা চৌধুরী দলে আসায় অনেকটাই শক্তি বেড়েছে বাংলাদেশের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে আটকাতে কাকে ব্যবহার করবেন ভারতের কোচ মানেলো মার্কেজ সেদিকে সকলের নজর থাকবে। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় মলদ্বীপের মতো এই ম্যাচেও আক্রমণের রাস্তায় হাঁটবে ভারত। সেক্ষেত্রে ব্রেন্ডনের চোট একটা বড় সমস্যা।
কার উপর হামজাকে সামলানোর দায়িত্ব?
হামজা মূলত খেলেন ডিফেন্সে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বা সেন্ট্রাল মিডফিল্ডে। ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁকে সেন্ট্রাল মিডফিল্ডেই খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোল করার ক্ষেত্রে মুন্সিয়ানার অভাব থাকলেও হামজা মূলত গোলের জন্য পাস বাড়াতে পারেন। তাঁর সেই বিষাক্ত থ্রু বল আটকাতে হবে ভারতের ডিফেন্সকে। সে কারণে ভারতের দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিং ও আপুইয়া রালতের উপর বাড়তি দায়িত্ব থাকবে।
হামজা দূর থেকে দারুণ শট গোলে রাখতে পারেন। তাই সতর্ক থাকতে হবে ফাউল করার ক্ষেত্রেও। বাংলাদেশের এটা অ্যাওয়ে ম্যাচ। ফলে তারা এখান থেকে ১ পয়েন্ট অন্তত তুলে নিতে চাইবে। তাই সেটপিসের উপর বেশি নির্ভর করবে বাংলাদেশ। গোলের কাছাকাছি কোনও ফাউল করলেই বিপদে পড়তে হতে পারে।
কখন কীভাবে দেখবেন ম্যাচ?
সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। এই খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও হটস্টার অ্যাপে।
ভারত-বাংলাদেশের পরিসংখ্যান
অতীতে সব মিলিয়ে ২৮ বার দুই দেশের ফুটবল দ্বৈরথ হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৪ বার, হেরেছে চারবার ও ড্র হয়েছে দশবার। এ বার উত্তেজনার আঁচ একটু বেশিই হামজার জন্য।
বাংলাদেশ ছাড়া গ্রুপে কারা?
আগামী এশিয়ান কাপের মূলপর্বে উঠলে ভারত টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলবে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে আগে কখনও হয়নি। সে জন্য তাদের এই এশিয়ান কাপ বাছাই পর্বের গণ্ডী পেরোতে হবে। বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। বাছাই পর্বে মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের এক নম্বর দলগুলি মূলপর্বে উঠবে, যেখানে ইতিমধ্যেই ১৮টি দল জায়গা পাকা করে ফেলেছে। ভারত রয়েছে ‘সি’ গ্রুপে। মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত চলবে বাছাই পর্বের এই খেলাগুলি। তারপরেই বোঝা যাবে কারা এই গ্রুপ থেকে ২০২৭-এ সৌদি আরবে এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।
এই গ্রুপে ভারতই (১২৬) ফিফা ক্রমতালিকায় সবার ওপরে থাকা দল। হংকং রয়েছে ১৫৫ নম্বরে, সিঙ্গাপুর ১৬০-এ ও বাংলাদেশ ১৮৫। তিন বছর আগে সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, তা তো আগেই জেনেছেন। এ ছাড়া ২০২২-এর জুনে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকং ও ভারত মুখোমুখি হয়। সে বছরই সেপ্টেম্বরে সিঙ্গাপুরের মুখোমুখি হয় তারা। ফলে কোনও দলই তাদের অচেনা নয়।