ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি (FIFA Friendly) খেলতে আসার আগে হামজা চৌধুরীকে (Hamza Choudhury) নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ (Bangladesh Football Team)। লেস্টার সিটির এই ফুটবলার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা প্রায় সকলেরই জানা। তবে সুনীল ছেত্রীরাও (Sunil Chhetri) দারুণ ছন্দে। মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে দীর্ঘদিন পর জয়ের স্বাদ পেয়েছে ব্লু টাইগার্সরা। এর মধ্যেই হামজাকে নিয়ে বড় মন্তব্য বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার।
হামজা বাংলাদেশের মেসি
এই ম্যাচের আগে বাংলাদেশে সাংবাদিক সম্মেলন করেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। অবসরের পর, সুনীল ছেত্রীর ফিরে এসেই দারুণ পারফর্ম করেছেন। গোল এসেছে তাঁর মাথা ছুঁইয়ে। তবুও জামালের হুঙ্কার, 'হামজা আরও বড় ফুটবলার। হামজার মতো বড় তারকাকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চিত জামাল বললেন, তিনিই বাংলাদেশের মেসি, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’
দলের বর্তমান কোচ ক্যাবরেরা বলেন, 'সবাই উৎসাহিত। সব খেলোয়াড় তার সঙ্গে দেখা করতে এবং প্রশিক্ষণ নিতে চায়। আমি প্রায় প্রতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগে ছিলাম। আমি ভারতকে হারানোর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে একসঙ্গে কাজ শুরু করার অপেক্ষায় আছি।'
ভারতের বিরুদ্ধে কোন পজিশনে খেলবেন হামজা?
হামজা ক্যারিয়ারের বেশির ভাগজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও বাংলাদেশ দলে বা আরও পরিষ্কার করে বললে ভারতের বিপক্ষে ম্যাচে কোন পজিশনে খেলবেন সেটি তিনি স্পষ্ট করেননি। জানিয়েছেন, ভারত ম্যাচের আগে অনুশীলন দেখে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।
কী বললেন অস্কার?
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ হামজা চৌধুরির খেলা নিয়ে মন্তব্য করেছেন। হামজা দারুণ ফুটবলার হলেও, একা এমন ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া কঠিন বলেই মত বাংলাদেশের প্রাক্তন কোচের। তিনি বলেন, 'একজন খেলোয়াড় একটি দলকে পুরোপুরি পরিবর্তন করতে পারে না, তবে এটা সত্য যে হামজার অন্তর্ভুক্তি জাতীয় দলকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে। যখন আপনার প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড় থাকে, তখন মান বৃদ্ধি পায় এবং আপনার চারপাশের খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়।'