Advertisement

CAFA Cup India vs Tajikistan: দুরন্ত গুরপ্রীত, কাফা কাপে প্রথম ম্যাচেই জয় খালিদের ভারতের

কাফা কাপে ভারতীয় দল জয়ে ফিরল। প্রথম ম্যাচেই বাজিমাত খালিদ জামিলের। ১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে জিতল ভারত। ২-১ গোলে জিতল গুরপ্রীত সিং সান্ধুর দল।

গুরপ্রীত ও খালিদ জামিলগুরপ্রীত ও খালিদ জামিল
Aajtak Bangla
  • হিসোর,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 11:17 PM IST
  • ২-১ গোলে জিতল ভারত
  • ১৭ বছর পর তাজিকিস্তানকে হারাল ভারত

কাফা কাপে ভারতীয় দল জয়ে ফিরল। প্রথম ম্যাচেই বাজিমাত খালিদ জামিলের। ১৭ বছর পর তাজিকিস্তানের বিরুদ্ধে জিতল ভারত। ২-১ গোলে জিতল গুরপ্রীত সিং সান্ধুর দল।  

ম্যাচের শুরুতে ২ গোলে এগিয়ে যায় ভারত। শুরু থেকেই কিছুটা দেখে খেলার চেষ্টা করছিল তাজাকিস্তান। আর তার ফলই ভোগ করতে হয়। আত্মঘাতী গোলে খাতা খোলে খালিদ জামিলের দল। তাজিকিস্তানের বক্সে ভারতীয় দলের হয়ে ডেবিউ করা উভেস লম্বা থ্রো আসতেই ত্রাহি ত্রাহি রব ওঠে ডিফেন্সে। আনোয়ার আলীর শট ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন তাজাকিস্তান ক্যাপ্টেন। 

এরপরে গোল আসে ১৩ মিনিটেই। এবার গোল করেন সন্দেশ ঝিঙ্গান। আবারও আক্রমণ শুরু হয় উভেসের থেকে। বল মাঝখানে পাঠিয়ে দেন তিনি। ভেকের হেডারই সুযোগ এনে দেয়। গোলরক্ষক তা এড়াতে পারেননি। সন্দেশ ঝিঙ্গান বলটি খালি জালে ঠেলে দেন। ২ গোলে এগিয়ে যায় ভারত। তবে পিছিয়ে পড়েই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে তাজিকিস্তান। 

২২ মিনিটে একটা গোল শোধ করে তাজিকিস্তান। তবে এক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গনের ভুল অস্বীকার করা যাবে না। ভারতীয় রক্ষণভাগের উপর দিয়ে বল বের করার চেষ্টা করে গিয়েছে। অবশেষে তারা একটি ভালো থ্রু পাস খুঁজে পায় স্ট্রাইকার সামিভকে পায়ে পড়ে। সন্দেশকে কাটিয়ে, গুরপ্রীতকে বোকা বানিয়ে বল গোলে ঢুকে যায়। তবে সেটাই প্রথম আর শেষবার। ভারত আর গোল খায়নি। 


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় তাজিকিস্তান। সেভ করতে থাকেন গুরপ্রীত সিং সান্ধু। যাকে প্রথমার্ধে প্রায় কোনও বলই ধরতে হয়নি। ৭০ মিনিটেদ সোয়েরভকে বক্সের মধ্যে বিক্রমপ্রতাপ সিং ফেলে দেওয়ায় পেনাল্টি পায় তাজিকিস্তান। ভারতীয় দলের ফুটবলারদের প্রতিবাদেও কাজ হয়নি সোয়েরভের পেনাল্টি বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। ভারত লড়াইয়ে রাখেন ক্যাপ্টেন। শেষ ১৫ মিনিটেও একই চিত্র দেখা গিয়েছে। এর মধ্যেই ইরফান প্রথমবার ভারতের জন্য আক্রমণে উঠে আসেন। বিক্রম প্রতাপ সিং আরও একটু স্প্রিন্ট টানতে পারলে ভাল আক্রমণ হতে পারত ভারতের জন্য। তবে তা হয়নি।  

Advertisement

নাওরেম মহেশ সিং সুযোগ এনে ফেলেছিলেন ম্যাচের একেবারে শেষদিকে। তবে তাঁর চেষ্টা থেকে গোল আসেনি। গোল যাতে না খেতে না হয়, তার সমস্ত চেষ্টাই করে গিয়েছে ভারত। আট মিনিট অতিরিক্ত দিলেও, গোল করতে পারেনি তাজিকিস্তান। আর তাতেই বোঝা যায় সফ খালিদ জামিল।       

Read more!
Advertisement
Advertisement