Advertisement

Indian Football: সুপ্রিম কোর্টের নির্দেশের পর ISL নিয়ে ধোঁয়াশা, কোন পথে সমাধান?

সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে নিশ্চিতভাবে আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। শুক্রবার শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আপাতত ভারতের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি থাকছেন কল্যাণ চৌবেই। পাশাপাশি আইএসএল-এর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল। কারণ, দেশের সর্বোচ্চ লিগের স্বত্ব ফেডারেশনের হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আইএসএলআইএসএল
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Sep 2025,
  • अपडेटेड 2:11 PM IST

সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে নিশ্চিতভাবে আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। শুক্রবার শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আপাতত ভারতের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি থাকছেন কল্যাণ চৌবেই। পাশাপাশি আইএসএল-এর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেল। কারণ, দেশের সর্বোচ্চ লিগের স্বত্ব ফেডারেশনের হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

কেন সমস্যায় পড়ল আইএসএল?
গত দশ বছরে আইএসএলে কোনও অবনমন ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রেলিগেশন লাঞ্চ হলে আইএসএল আয়োজন নিয়ে বিপদে পড়তে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। প্রসঙ্গত, ২০১৭ সালে ফেডারেশনের নতুন সংবিধান তৈরির কাজ শুরু হয়েছিল। পাঁচ বছরের মধ্যে এই সংবিধানের খসড়া জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তবে দেশের সেরা লিগ অর্থাৎ আইএসএল-এর নিয়ন্ত্রণ হাত থেকে চলে গেলে কি এফএসডিএল বা অন্য কোনও কোম্পানি কি এই লিগের জন্য এগিয়ে আসবে? পাশাপাশি লিগে অবনমন চালু হয়ে গেলে, ফ্র্যাঞ্চেইজি ফি দিয়ে যে সমস্ত ক্লাব এতদিন খেলছিল তারা কি খেলতে রাজি হবে?  

নির্বাচন এখনই হচ্ছে না
তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। সভাপতি হিসাবে পুরো মেয়াদ থাকতে পারবেন কল্যাণ চৌবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে হবে তাঁকে। ফেডারেশনের সংবিধান নিয়ে ২০১৭ সাল থেকে মামলা চলছে। শুক্রবার শীর্ষ আদালতের রায়ে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়নের পাশাপাশি অবনমন চালু করতে হবে। এছাড়াও, দেশের শীর্ষ লিগের স্বত্ব ফেডারেশনের কাছেই রাখতে হবে।

নতুন সংবিধান কার্যকর করতে বলেছে আদালত
কিন্তু একাধিকবার তা পরিবর্তনের নির্দেশ দেওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছিল। তবে নতুন সংবিধান কার্যকর করার ক্ষেত্রে, সংশোধনের নির্দেশ মান্য করতে হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিছুদিন আগেই ফিফা এবং এএফসির কড়া চিঠিতে বেশ অস্বস্তিতে পড়েছিল ফেডারেশন। এবার সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ফিফার শাস্তি এড়ানোরও সুযোগ পাবে এআইএফএফ। তবে নির্ধারিত সময়ের মধ্যে নতুন সংবিধান কার্যকর করতে না পারলে ফের বড় শাস্তির মুখে পড়বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement