
কেটে গেল সব জট। আইএসএল নিয়ে অনেক জল্পনার চললেও এবার কিছুটা স্পষ্ট হল ভবিষ্যৎ। ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর, ইপিএল-এর ধাঁচে ক্লাব জোটই আয়োজন করতে চলেছে আইএসএল। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছিল, ফেব্রুয়ারির আগেই শুরু করে দিতে হবে লিগ। নয়ত সমস্যায় পড়তে হবে ভারতীয় ফুটবলকে। সেই কারণেই নতুন প্রস্তাব দিল ফেডারেশন।
কীভাবে কাটল জট?
AIFF শীর্ষ ফুটবল লিগ আয়োজনের জন্য একটি ২০ বছরের পরিকল্পনা উপস্থাপন করেছে। প্রতিটি ক্লাব AIFF কে বছরে ১ কোটি টাকা অংশগ্রহণের জন্য দেবে। লিগে 'কেন্দ্রীয় পরিচালনা বাজেট'ও থাকবে যা সমস্ত শেয়ার হোল্ডারদের বার্ষিক অবদানের ভিত্তিতে গঠিত হবে। টাকা পয়সার এই সমস্যা মেটার পরেই আইএসএল নিয়ে সব আশঙ্কা দূর হয়ে যায়। ফলে অনেকটাই স্বস্তিতে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রায় সকলেই।
প্রস্তাবে কী কী রয়েছে?
সূত্রের খবর, এবারের আইএসএল নিয়ে মূলত চারটি প্রস্তাব দিয়েছে ফেডারেশন। সেই তালিকায় যেমন রয়েছে, প্রমোশন রেলিগেশনের বিষয়, পাশাপাশি আছে আরও তিন প্রস্তাব। লিগে প্রমোশনের পাশাপাশি রেলিগেশন শুরু হতে চলেছে। ২০ মরসুমের জন্য এই চুক্তি হবে ক্লাব জোটের সঙ্গে। লিগ থেকে যে অর্থ উঠে আসবে, তার ৫০ শতাংশ ফেরত পাবে ক্লাবগুলি। যে দল রেলিগেট হবে তারা আবার দেওয়া টাকার কিছু অংশ ফেরত পাবে।
ক্লাব জোটে নেই ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল যদিও শুরু থেকেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আয়োজনের ক্ষেত্রে তারা থাকতে রাজি নয় বলেই জানিয়ে দিয়েছে। ফেডারেশনের সঙ্গে আলোচনার আগে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমামি ইস্টবেঙ্গল কর্তা সন্দীপ আগারওয়াল বলেন, 'আমার বিশ্বাস আইএসএল হবে। এআইএফএফ থেকে আমরা সেই খবরই পেয়েছি। ওরাই লিগটা কিছুদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। দেখতে চাইছে কীভাবে লিগটা করা যায়। টুর্নামেন্ট হবে। তবে প্রশ্ন হল সময় কম। ৩ থেকে ৪ মাসের মধ্যে লিগ করতে হবে। সে কারণেই ওরা দেখে নিতে চাইছে কীভাবে এই লিগটা করা সম্ভব। আর আমরা খেলার জন্য তৈরি।'
দুই দিন আগেই ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে এএফসি-র মঞ্চে প্রতিবাদ করেছিল এফসি গোয়া। ম্যাচ শুরু হলেও কিছুটা সময়, তাঁরা বল ছুঁতে চাননি। মাটিতে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান। ইতিমধ্যেই একের পর এক ফুটবলারকেও ছেড়ে দিচ্ছে তারা। এর মধ্যেই ফেডারেশনের এই প্রস্তাব নিঃসন্দেহে স্বস্তি দেবে। তবে ক্লাব জোট এ ব্যাপারে কী ভাবছে সেটাও বড় প্রশ্ন। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের অবস্থান কী হবে সেটাও এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবারের আগে এ ব্যাপারে কোনও স্পষ্ট চিত্র পাওয়া যাবে না।