Advertisement

Indian Football Team: 'ওর না থাকা...' ওমান ম্যাচের আগে কাকে মিস করছেন আনোয়ার?

প্রথমবার কাফা নেশনস কাপে অংশ নিয়েই তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে নামার আগে, মুখ খুললেন দলের নির্ভরযোগ্য স্টপার আনোয়ার আলি। ডিফেন্সে তাঁর পার্টনার সন্দেশ ঝিঙ্গনকে মিস করবেন ইস্টবেঙ্গলে খেলা এই তারকা। পাশাপাশি জানিয়ে দিলেন, এই কাফা নেশনস কাপই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির জন্য সেরা মঞ্চ।

আনোয়ার আলী। (ছবি: AIFF)আনোয়ার আলী। (ছবি: AIFF)
Aajtak Bangla
  • হিসোর,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 1:33 PM IST

প্রথমবার কাফা নেশনস কাপে অংশ নিয়েই তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে নামার আগে, মুখ খুললেন দলের নির্ভরযোগ্য স্টপার আনোয়ার আলি। ডিফেন্সে তাঁর পার্টনার সন্দেশ ঝিঙ্গনকে মিস করবেন ইস্টবেঙ্গলে খেলা এই তারকা। পাশাপাশি জানিয়ে দিলেন, এই কাফা নেশনস কাপই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতির জন্য সেরা মঞ্চ।

প্রথম ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে ইরানের সামনে হোঁচট খেয়েছিল খালিদ জামিলের দল। কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করায় গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে শেষ করেছেন গুরপ্রীত সিং সান্ধুরা। সোমবার, ৮ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ খেলবে ভারত। নবনিযুক্ত হেড কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে অনেকটাই সম্মিলিত এবং শৃঙ্খলাবন্ধ দেখিয়েছে ভারতীয় দলকে। 

কাফা নেশনস কাপের ফাইনালে পৌঁছাতে না পারলেও, কিছুদিন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। নিঃসন্দেহে কাফা নেশনস কাপের অভিজ্ঞতা অনেকটাই সাহায্য করবে খালিদ জামিলের দলকে।

কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ওমানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় দলের রক্ষণের স্তন্তু আনোয়ার আলি বলেন, 'আমার মনে হয় এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলার আগে এটা আমাদের কাছে সেরা প্রস্তুতির সুযোগ। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের জন্য আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।' অন্যদিকে, চোটের জন্য ছিটকে গিয়েছেন আনোয়ারের সতীর্থ সন্দেশ ঝিঙ্গান। এই প্রসঙ্গে আনোয়ার বলেন, 'সন্দেশের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি। আমি আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবে সন্দেশ। আশা করছি আমরা সকলে ওর অভাবটা পূরণ করতে পারবো।' পাশাপাশি, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত আনোয়ার। 

তবে খালিদকে ভাবাচ্ছে স্ট্রাইকারদের গোল করতে না পারার সমস্যা। এই টুর্নামেন্টে ভারত ২টো গোল করেচে। আর সেই দুটোই এসেছে দুই স্টপার সন্দেশ ঝিঙ্গন ও আনোয়ার আলির কাছ থেকে। স্ট্রাইকাররা গোল পাননি। শেষ ম্যাচে সেই খরা কাটে কিনা সেটাই দেখার।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement