Advertisement

Indian Football Team: বাংলাদেশের বিরুদ্ধে হারের জন্য মোহনবাগান দায়ি? বিতর্ক উস্কে দিলেন খালিদ

ভারতীয় দলে মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলার ছাড়া নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ খালিদ জামিল। বাংলাদেশের বিরুদ্ধে হারের কারণ হিসেবে সঠিক সময় মোহনবাগানের ফুটবলারদের না ছাড়াকেই দায়ি করলেন তিনি। শুধু তাই নয়, ক্লাবগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই বলেও অভিযোগ তাঁর।

খালিদ জামিল ও মোহনবাগান দলখালিদ জামিল ও মোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Nov 2025,
  • अपडेटेड 12:07 PM IST

ভারতীয় দলে (Indian Football Team) মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ফুটবলার ছাড়া নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ খালিদ জামিল (Khalid Jamil)। বাংলাদেশের বিরুদ্ধে হারের কারণ হিসেবে সঠিক সময় মোহনবাগানের ফুটবলারদের না ছাড়াকেই দায়ি করলেন তিনি। শুধু তাই নয়, ক্লাবগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই বলেও অভিযোগ তাঁর।

মোহনবাগানকে নিয়ে বিস্ফোরক খালিদ
কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এসে খালিদ বলেন, 'আমি মোহনবাগান ফুটবলারদের দলে চেয়েছিলাম। কিন্তু ফিফা উইন্ডো না থাকায় ফুটবলার ছাড়েনি মোহনবাগান। যদিও আমি অতীত নিয়ে মাথা ঘামাতে চাই না।' ভারতীয় ফুটবলে ক্লাব বনাম ফেডারেশনের সংঘাত নতুন নয়। তবুও খালিদ জামিল বলেন, 'ক্লাবগুলো সব সময় বলে দেশের জন্য ফুটবলার ছাড়তে তৈরি। কিন্তু কাজের সময় ফুটবলার পাওয়া যায় না। চোট তো খেলারই অংশ। তাহলে দেশের হয়ে খেলতে হলে এমন মানসিকতা কেন?' এছাড়াও আইএসএল (ISL) শুরু না হওয়ায় দেশের ফুটবল বিপর্যস্ত। সেকথা মেনে নিলেন ভারতীয় দলের হেড কোচ। খালিদ বলেন, 'আইএসএল শুরু না হওয়া পরোক্ষভাবে দলের খারাপ পারফরম্যান্সের একটা কারণ।'

বিদেশি ফুটবলারদের উপর ভরসা করছেন খালিদ
তবে আপাতত দেশের ফুটবলের উন্নতির জন্য বিদেশি ফুটবলারদের উপর ভরসা রাখতে চাইছেন খালিদ জামিল। পাশাপাশি, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২১ জাতীয় দল থেকেও ফুটবলার নিতে চান তিনি। একদিনে না হলেও, একদিন সম্ভব। ভারতীয় ফুটবলের উন্নতিতে আশাবাদী খালিদ জামিল। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) পক্ষ থেকে শনিবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড কোচ খালিদ জামিল, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য সাব্বির আলি এবং টিম ডিরেক্টর সুব্রত পাল। যদিও যান্ত্রিক ত্রুটির জন্য সাংবাদিক সম্মেলনে যোগ দিতে পারেননি সুব্রত পাল। 

Read more!
Advertisement
Advertisement