Advertisement

Indian Football Team: সুনীলদের নতুন কোচ খুঁজতে পোস্ট, ব্যাপক ট্রোলের মুখে AIFF; কেন?

মানেলো মার্কেজ ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর, নতুন কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করল এআইএফএফ। আর ফেসবুকে দেওয়া সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা বিদ্রুপ। গত বুধবার (২ জুলাই) কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ঠিক ছিল খুব শীঘ্রই নয়া কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেবে ফেডারেশন।

এই সেই পোস্ট এই সেই পোস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 1:39 PM IST

মানেলো মার্কেজ ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পর, নতুন কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করল এআইএফএফ। আর ফেসবুকে দেওয়া সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা বিদ্রুপ। গত বুধবার (২ জুলাই) কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ঠিক ছিল খুব শীঘ্রই নয়া কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেবে ফেডারেশন। 

সেই মতো শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তির পোস্টে ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়া দেখে মনেই করতে পারবেন সাধারণ কোনও কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন। কারণ এই বিজ্ঞাপনে যে যা পেরেছেন কমেন্ট করে গিয়েছেন। যা আসলে ভারতীয় ফুটবল নিয়ে হাতাশার বহিঃপ্রকাশ। 

কেউ লিখেছেন, 'আমি ফিফা র‍্যাঙ্কিং-এ ভারতকে ১৯৯-তে নিয়ে যেতে চাই। তাই আমাকে কোচ করা হোক।' আসলে মানেলোর কোচিং কেরিয়ারে ভারতীয় দল মাত্র একটা ম্যাচ জিতেছে। ফলে ফিফা র‍্যাঙ্কিং-এও ক্রমশ নেমে যাচ্ছে ব্লু টাইগার্সরা। আর সে কারণেই ক্ষুব্ধ ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফেডারেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে চলছে বিচার। ফলে ভারতীয় ফুটবল যাকে একটা সময় 'ঘুমন্ত দৈত্য' বলা হত, সেই ভারতই এখন তলিয়ে যাচ্ছে অন্ধকারে।

সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে আসার পরেও দলের পারফরম্যান্সে কোনও বদল হয়নি। ক্লাব ফুটবলে মনবীর সিং, শুভাশিস বসু বা নাওরেম মহেশ সিংরা যে ধরণের ফুটবল খেলেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপাতেই সেই ঝাঁজ উধাও হয়ে যায়। এ নিয়ে যখন আলোচনা চলছে তখনই এই কোচ নিয়োগের বিজ্ঞাপন। এরপর কোচ কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। সঞ্জয় সেন, স্টিফেন কনস্টানটাইন থেকে শুরু করে নানা নাম উঠে আসছে। তবে তাতে কি বদল হবে ভারতীয় ফুটবলে? 

কোচ কে হবেন তা সময় বলবে। তবে কোচ নিয়োগের পোস্ট করে যে লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ফুটবল ফেডারেশনকে তা বলাই যায়।  

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement