শেষ ১২ ম্যাচে ৭টি হার এবং ৫টি ড্র-এর পর অবশেষে মুখে হাসি ফুটেছে ব্লু টাইগার্সদের। সেই সঙ্গে মানোলো মার্কুয়েজ রোকার তত্ত্বাবধানে মলদ্বীপের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখল ভারত। এবার তাদের সামনে বাংলাদেশ। তবুও মলদ্বীপকে হারিয়ে খুশির হাওয়া ভারতীয় শিবিরে। তবে ফুটবলারদের চোট ভাবাচ্ছে তাদের। একের পর এক তারকা চোটের জন্য বাইরে চলে যাচ্ছেন। সেটাই বিরাট চিন্তার।
চোট পেলেন ব্রেন্ডন
মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন ফার্নান্ডেজ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কোচ বললেন, 'পরের ম্যাচে ব্রেন্ডন সম্ভবত খেলতে পারবে না। এটা আমাদের জন্য খুব খারাপ একটা পরিস্থিতি। তবে আমার বিশ্বাস ওর জায়গায় কেউ না কেউ আসবে।' বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মলদ্বীপের বিরুদ্ধে এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে। মানোলো বলেন, 'যে কোনও জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে শুধু বাংলাদেশ নয়, যে কোনও দলের বিরুদ্ধে যে কোনও ম্যাচই কঠিন।' অন্যদিকে, জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোল করতে পেরে আপ্লুত লিস্টন কোলাসো।
এবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ
জয়ের পর মানোলো মার্কুয়েজ বলেন, 'যখনই আপনি কোনও ম্যাচ জিতবেন, সেটা অবশ্যই আনন্দের। খেলা ভাল হোক বা খারাপ, দীর্ঘ অপেক্ষার পর এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল।' মলদ্বীপকে হারানোর পর এবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শেষ চার সাক্ষাৎকারে বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারেনি ভারত। তাই বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নিতে চান না মানোলো। তিনি বলেন, 'অনেক কঠিন লড়াই পরের ম্যাচে হতে চলেছে। আমাদের আরও উন্নতি করতে হবে।'
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। হামজা চৌধুরীদের বিরুদ্ধে জয় পেলে আত্মবিশ্বাস আরও বাড়বে সুনীল ছেত্রীদের। তবে তার মধ্যে একের পর ফুটবলারের চোট সমস্যা বাড়াছে মানেলোর।