Advertisement

FIFA-র হস্তক্ষেপ দাবি করে ভিডিও, ISL নাটকে বিরক্ত সুনীলরা

লজ্জা! ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার ফিফার দ্বারস্থ হলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। শুক্রবার সন্ধ্যায় অধিকাংশ ভারতীয় ফুটবলারের সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে একটাই আবেদন, "ভারতীয় ফুটবলকে বাঁচাও।" দেশীয় ফুটবলারদের পাশাপাশি, এই আবেদনে যোগ দিয়েছেন আইএসএলের সঙ্গে যুক্ত বিদেশি ফুটবলাররাও।

আইএসএল আইএসএল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 11:35 AM IST

লজ্জা! ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার ফিফার দ্বারস্থ হলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। শুক্রবার সন্ধ্যায় অধিকাংশ ভারতীয় ফুটবলারের সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে একটাই আবেদন, "ভারতীয় ফুটবলকে বাঁচাও।" দেশীয় ফুটবলারদের পাশাপাশি, এই আবেদনে যোগ দিয়েছেন আইএসএলের সঙ্গে যুক্ত বিদেশি ফুটবলাররাও।

এই ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তাঁরা। নতুন বছরের শুরুতেও ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটেনি। অন্ধকার ভবিষ্যতের দিকেই তাকিয়ে গোটা ফুটবল মহল। এই পরিস্থিতির জন্য সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দুষছেন সুনীলরা। সুনীল ছেত্রী, গুরপ্রীত ছাড়াও ভিডিও বার্তায় মুখ খুলেছেন সন্দেশ ঝিঙ্গান, অমরিন্দর সিং, প্রীতম কোটাল, ছাংতের মত ফুটবলাররা। এর আগেও সমাজ মাধ্যমে লিখিত আবেদন করেছিলেন সৌভিক চক্রবর্তী, প্রবীর দাসের মত ফুটবলাররা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলের অচলাবস্থা অব্যাহত। ভিডিও বার্তায় সুনীল, সন্দেশদের কাতর আবেদন, "এখন জানুয়ারি মাস। এই সময় আমরা ফুটবল মাঠেই ব্যস্ত থাকি। কিন্তু এখন সম্পূর্ণ পরিস্থিতি আলাদা। আমাদের একটাই আবেদন, ভারতীয় ফুটবল পুরোপুরি পঙ্গু হয়ে যাওয়ার আগেই এই সমস্যার সমাধান হোক।"

ভারতীয় ফুটবলকে পুনরায় মূল স্রোতে ফেরানোর আর্জি নিয়ে তাঁরা বলেন, "ভারতীয় ফুটবলকে বাঁচানোর এটাই শেষ চেষ্টা। আমরা ফিফার কাছে আবেদন করছি, আপনারা হস্তক্ষেপ করে এই পরিস্থিতির দিকে নজর দিন।" ভারতীয় ফুটবলের এই দুর্দিনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও দোষারোপ করতে ছাড়লেন না সুনীলরা। বলেন, "দেশের ফুটবল যাঁরা চালনা করছেন, তাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা মাঠে নেমে ফুটবলটা খেলতে চাই। আমাদের একটা সুযোগ করে দিন।" ফুটবলারদের কাতর আবেদনের সরগরম সোশ্যাল মিডিয়া। এমনিতেই ভারতীয় ফুটবলের এই পরিস্থিতির জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছেন ফেডারেশন কর্তারা। দেশি-বিদেশি ফুটবলারদের ভিডিও বার্তায় এবার প্রবল চাপের মুখে এআইএফএফ।

TAGS:
Read more!
Advertisement
Advertisement