Advertisement

Abneet Bharti: বলিভিয়ার ক্লাবে যোগ ভারতীয় ফুটবলারের, ইতিহাস গড়লেন কেরলের এই ডিফেন্ডার

বলিভিয়ার ক্লাবে খেলার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় মিডফিল্ডার অবনীত ভারতী (Abneet Bharti)। তাঁকে সই করাল অ্যাকাডেমিয়া ডেল বেলোম্পাই বলিভিয়ানো (Academia del Balompie Boliviano)। নেপালে জন্ম হলেও এই ভারতীয় ফুটবলার তাঁর কেরিয়ার শুরু করেন সিঙ্গাপুরে (Singapore)। গেইলাং ইউনাইটেড ক্লাবের অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলার সুযোগ পান।

অবনীত ভারতীঅবনীত ভারতী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2025,
  • अपडेटेड 12:06 PM IST

বলিভিয়ার ক্লাবে খেলার সুযোগ পেয়ে গেলেন ভারতীয় মিডফিল্ডার অবনীত ভারতী (Abneet Bharti)। তাঁকে সই করাল অ্যাকাডেমিয়া ডেল বেলোম্পাই বলিভিয়ানো (Academia del Balompie Boliviano)। নেপালে জন্ম হলেও এই ভারতীয় ফুটবলার তাঁর কেরিয়ার শুরু করেন সিঙ্গাপুরে (Singapore)। গেইলাং ইউনাইটেড ক্লাবের অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলার সুযোগ পান। 

সিঙ্গাপুরে কেলা শুরু ভারতীয় মিডফিল্ডারের
অবনীত এরপর সিঙ্গাপুরের শীর্ষ স্তরের ক্লাব ব্যালেস্টিয়ার খালসা এফসিতেও খেলেছেন। পরবর্তীতে তিনি পর্তুগিজ ক্লাব সিন্ট্রেন্সে যোগ দেন। অবনীতের ভাই অনিকেত ভারতীও একজন পেশাদার ফুটবলার। তিনি পোলিশ ক্লাব Znicz Pruszków এবং কলম্বিয়ান ক্লাব ওরসোমারসো এবং Independiente Santa Fe এর হয়ে খেলেছেন। 

সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন 
অবনীতের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি কলকাতা থেকে কেরল এসেছিলেন।  অবনীতের এই আন্তর্জাতিক যাত্রা ভারতীয় ফুটবলের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ছয় ফুট লম্বা অবনীত মূলত সেন্টার ব্যাক হিসেবে খেলেন, তবে তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং ফুল ব্যাক পজিশনেও খেলেছেন। সিঙ্গাপুরের ক্লাবের হয়ে তার বহুমুখী প্রতিভা এবং পারফরম্যান্স স্প্যানিশ ক্লাব রিয়াল ভ্যালাডোয়েডের স্কাউটদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

জারমানির ক্লাবে খেলার ইচ্ছে অবনীতের   
এই তরুণ খেলোয়াড় ২০১৫ সালে পোলিশ শীর্ষ বিভাগের ক্লাব টিএস পডবেস্কিডজিতে যোগদানের আগে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এবং কয়েকটি দ্বিতীয় বিভাগের ক্লাবের মতো বেশ কয়েকটি জার্মান ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন। তিনি ইউরোপের শীর্ষ বিভাগের ক্লাবে স্বাক্ষরকারী সর্বকনিষ্ঠ ভারতীয় ফুটবলার। 
 
ভারতীয় ফুটবল দলে জায়গা পাবেন?
জার্মান বুন্দেসলিগায় খেলার স্বপ্ন দেখে যুব ফুটবল থেকে সিনিয়র ফুটবলে ঝাঁপিয়ে পড়া এই তরুণ খেলোয়াড়ের জন্য উদাহরন হতে পারে। আশিক কুরুনিয়ান এবং গুরপ্রীত সিং সান্ধুর মতো খেলোয়াড়দের তালিকায় যোগ দিলেন তিনি। অবনীতও একদিন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলাই লক্ষ্য তাঁর। এখন বলিভিয়ার ক্লাবে যোগ দেওয়ায় তাঁর সেই লক্ষ্য পূর্ণ হয় কিনা সেটাই দেখার।  

Read more!
Advertisement
Advertisement