Advertisement

Indian Football: বাংলার মেয়ের জোড়া গোল, শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে ভারত

২০২৬-এ অস্ট্রেলিয়ায় মহিলাদের এএফসি এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় ফুটবল দল। শনিবার কোয়ালিফায়ার পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ২-১ ফলে হারিয়ে দিল ভারতের মেয়েরা। বাঙালি ফুটবলারের দুই গোলেই চলে এল অস্ট্রেলিয়ার টিকিট। ছেলেদের ব্যর্থতার মাঝে নজির গড়ে ফেললেন সঙ্গীতা বাসফোররা। 

উল্লাস ভারতের মেয়েদেরউল্লাস ভারতের মেয়েদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 11:59 AM IST

২০২৬-এ অস্ট্রেলিয়ায় মহিলাদের এএফসি এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় ফুটবল দল। শনিবার কোয়ালিফায়ার পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ২-১ ফলে হারিয়ে দিল ভারতের মেয়েরা। বাঙালি ফুটবলারের দুই গোলেই চলে এল অস্ট্রেলিয়ার টিকিট। ছেলেদের ব্যর্থতার মাঝে নজির গড়ে ফেললেন সঙ্গীতা বাসফোররা। 

থাইল্যান্ড মহিলা দলের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ৪৬। ভারতের ৭০। সুতরাং ম্যাচটা যে ভারতের কাছে অত্যন্ত কঠিন ছিল তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে জোড়া গোল করলেন সঙ্গীতা বাসফোর। এই নিয়ে গ্রুপ পর্বের এটি ম্যাচেই জিতল ভারত। প্রতিটি ম্যাচেই আধিপত্য বজায় রেখে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুইটি দেবীরা। তবে থাইল্যান্ডের বিরুদ্ধে বেশি গোলে জয় না এলেও মূল্যবান ৩ পয়েন্ট পেয়েই খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

থাইল্যান্ডের গতি মেপে ভারত ধীরে ধীরে ম্যাচে ফেরে। এরই মধ্যে থাইল্যান্ডের শট বার পোস্টে লেগে ফেরে। ২৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ভারত। ২৯ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোর।  দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে গোল খেয়ে বসে ভারত। এরপর থাইল্যান্ডে শরীরী ভাষাটাই যেন বদলে যায়। মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন তাঁরা। ৫৫ মিনিটে জোড়া সুযোগ হারায় তারা। এর মধ্যে একটি পোস্টে লেগে প্রতিহত হয়। 

দেখুন গোলের ঝলক

 

তবে ঝটকা সামলে ম্যাচে ফেরে ভারতও। ৬৩ মিনিটে সুযোগ তৈরি করলেও গোল হয়নি। ৬৭ মিনিটে ভালো জায়গা থেকে ফ্রিকিক পেয়েও গোলে কনভার্ট করতে ব্যর্থ হয় ব্লু টাইগ্রেসরা। ৭৩ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে কাঙ্ক্ষিত গোল করে ভারতকে এগিয়ে দেন সেই সঙ্গীতা। শেষমেশ তাঁর এই গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ২-১ গোলে জিতে এশিয়ান কাপে খেলার টিকিট জোগাড় করে নেয় ভারত।

২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলে ভারত। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement