বেঙ্গালুরু এফসি-র হারে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান সুপার জায়েন্ট। ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৩-২ গোলে ম্যাচ হারায় চাপে পড়ে গেল সুনীল ছেত্রীর দল। মোহনবাগান সুপার জায়েন্ট শেষ দুই ম্যাচ ড্র করলেও, বেঙ্গালুরুর থেকে ৯ পয়েন্ট এগিয়ে হোসে মলিনার দল। ইতিমধ্যেই সুনীলদের টপকে দুই নম্বরে উঠে এসেছে গোয়াও। এই ম্যাচের পর তাদের দুই নম্বর জায়গা আরও পোক্ত হল।
কোন দল কত পয়েন্টে?
মোহনবাগান রয়েছে শিল্ড জেতার সবচেয়ে কাছে। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে। ১১টা জয়, চারটে ড্র ও ২টি মাত্র হার। দুই নম্বরে থাকা গোয়ার সঙ্গে মলিনার দলের পয়েন্টের পার্থক্য সাত। এক ম্যাচ কম খেলে মানেলোর দলের পয়েন্ট ৩০। এখনও অবধি আটটা ম্যাচ জিতেছে তারা। ৬টা ম্যাচ ড্র আর হার মাত্র ২ ম্যাচে। বেঙ্গালুরু এফসি নেমে গিয়েছে তিন নম্বরে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। আটটা জয়, চারটে ড্র ও পাঁচটা হার।
হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল ওড়িশা
এডগার মেন্ডেজ ও সুনীল ছেত্রীর গোলে ১৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। তাল কাটে ২৬ মিনিটে সেন্ট্রাল ডিফেন্ডার আলেকজান্ডার জোভানোভিচ সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। দিয়েগো মরিসিও পেনাল্টি থেকে গোল করে ওড়িশার হয়ে ব্যবধান কমান। আবারও ৩৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ওড়িশা। সেখান থেকেও গোল করে যান মরিসিও। প্রথমার্ধের আগেই জোড়া পেনাল্টিতে সমতা ফেরায় ওড়িশা। ৫০ মিনিটে জেরি মাওয়িহমিংথাঙ্গার গোলে জয় পায় ওড়িশা।
সুপার সিক্সের লড়াইয়ে ওড়িশা
১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ওড়িশা। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মুম্বই সিটি এফসি। ওড়িশা এখনও অবধি ৬টা ম্যাচ জিতেছে। ড্র করেছে ৬টি। আর হেরেছে চারটি ম্যাচ। মুম্বই ১৬ ম্যাচ খেলে রয়েছে ২৪ পয়েন্টেই। একটা ম্যাচ কম খেলেছে তারা। গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই এবার প্লে অফের জন্য লড়াই করছে। রয়েছে সাত নম্বরে।