
লিগ শুরু হতেয়ার মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই ফের জটিলতা আইএসএল নিয়ে। মঙ্গলবার ফেডারেশন ক্লাবগুলিকে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির প্রস্তাব দিয়েছিল। এই দুটি কমিটির হাতে থাকবে আইএসএলের যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কিন্তু ফেডারেশনের এই প্রস্তাব খতিয়ে দেখলে বোঝা যাবে দুটি কমিটিতেই ক্লাবেদের প্রতিনিধির সংখ্যাধিক্য থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকিয়ে থাকতে হবে ফেডারেশনের সদস্যদের দিকে।
দুটি কমিটিতেই ভোটাভুটির নিয়মে রয়েছে, কমিটিতে সংখ্যাধিক্য সদস্য যদি কোনও প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত দেন, তাহলেই যে প্রস্তাব পাস অথবা খারিজ হয়ে যাবে, তা নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংখ্যাধিক্যের ভোট থাকলেও দুই কমিটিতে থাকা ফেডারেশনের তিনজন করে সদস্যের মধ্যে অন্তত দু'জনের সম্মতি থাকতেই হবে। অর্থাৎ গোটা কমিটি প্রস্তাবে রাজি হয়ে গেলেও ফেডারেশনের দু'জন সদস্য যদি রাজি না হন, তাহলেও তা পাস হবে না। ফেডারেশনের প্রস্তাবে এই 'ভেটো পাওয়ার'-এ মোটেই রাজি নয় ক্লাব জোট।
বুধবার এবারের আইএসএলের খসড়া সূচি তৈরি হওয়ার কথা ছিল। সেই মতোই দুপুর বারোটায় ফেডারেশন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানে ক্লাবের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য পরিষ্কার করে জানিয়ে দেন। তারা জানান দু'পক্ষের কথা হয়েছিল প্রতিযোগিতার
'রেগুলেটরি কন্ট্রোল' থাকবে ফেডারেশনের হাতে। আর 'অপারেশনাল কন্ট্রোল' থাকবে ক্লাবেদের হাতে। এআইএফএফ-এর প্রস্তাবে দেখা যাচ্ছে প্রতিযোগিতার 'অপারেশনাল কন্ট্রোলও' নিজেদের হাতে রাখতে চাইছে ফেডারেশন। যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার শেষ ক্ষমতা তারা নিজেদের হাতেই রেখেছে।
এই বিষয়টি পরিবর্তন করার জন্য বলে ক্লাবগুলো। তখন ফেডারেশনের তরফে বলা হয় যে, পরিকল্পনামত যেন সূচিটা এদিন তৈরি করে নেওয়া হয়। 'ভেটো পাওয়ার'-এর সমস্যা নিয়ে তারপর কথা বলা যাবে। কিন্তু ক্লাবরা পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আগে এই সমস্যার সমাধান হবে। তারপর সূচি তৈরির কাজ হবে। বুধবার প্রতিটি ক্লাব নিজেদের লিগ্যাল সেলের সঙ্গে কথা বলছে ফেডারেশনের এই প্রস্তাব নিয়ে।
বৃহস্পতিবার ক্লাবেদের পক্ষ থেকে এই প্রস্তাবে কী কী পরিবর্তন আনা উচিত তা লিখিতভাবে পাঠানো হবে ফেডারেশনকে। তবে সেই পয়েন্টগুলো প্রতিটা ক্লাব আলাদা আলাদাভাবে পাঠাবে, নাকি মিলিতভাবে পাঠাবে সেই সিদ্ধান্ত বুধবার রাত পর্যন্ত হয়নি। সবমিলিয়ে একটা বিষয় পরিষ্কার। এই প্রস্তাবে যতক্ষণ না দুই পক্ষ এক জায়গায় আসছে আইএসএলের সূচি তৈরি হচ্ছে না।