Advertisement

ISL 2026 Schedule: সূচি নিয়ে ইস্টবেঙ্গলের আপত্তি, ডার্বি দিয়ে শুরু হচ্ছে না ISL

আইএসএল-এর ড্রাফট সূচি সামনে আসতেই নিজেদের আপত্তির কথা জানলো মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। কারণ, ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরুর দিনই ডার্বি হওয়ার কথা ছিল। আর তাতেই আপত্তি জানিয়েছে দুই বড় ক্লাব। একই দিনে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা ইন্টার কাশীর। ম্যাচটি গোয়ার হোম ম্যাচ।

কলকাতা ডার্বিকলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 1:33 PM IST

আইএসএল-এর ড্রাফট সূচি সামনে আসতেই নিজেদের আপত্তির কথা জানলো মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। কারণ, ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরুর দিনই ডার্বি হওয়ার কথা ছিল। আর তাতেই আপত্তি জানিয়েছে দুই বড় ক্লাব। একই দিনে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা ইন্টার কাশীর। ম্যাচটি গোয়ার হোম ম্যাচ।

সূচিতে প্রথমেই ডার্বি রাখা হলেও, তা নিয়ে অনিশ্চয়তাই বেশি। দুই ক্লাবই শুরুতে বড় ম্যাচ খেলতে চাইছে না। ফেডারেশন আবার ডার্বি দিয়ে জাঁকজমকভাবে আইএসএল শুরু করতে চাইছে। তবে এবার ডার্বির মূল সমস্যা অন্য জায়গায়। প্রতি আইএসএলে দুটি ডার্বি হয়। দুই বড় ক্লাবই একটা করে আয়োজন করে। ডার্বি দুই ক্লাবের কাছে টিকিট বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখার ম্যাচ। তাই কেউই এই ম্যাচের আয়োজনে সত্ত্ব ছাড়তে চাইবে না। কিন্তু ড্রাফট সূচি অনুযায়ী এই ম্যাচের আয়োজক মোহনবাগান। ইস্টবেঙ্গলও আয়োজনের দায়িত্ব ছাড়তে নারাজ। সোমবার ক্লাবদের বৈঠকে ইস্টবেঙ্গল প্রতিনিধি এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এখন দেখার এই সমস্যা কীভাবে মেটে। সমস্যা মেটাবার জন্য ফেডারেশন নিজেরা ডার্বি আয়োজন করবে, না দুই ক্লাবকে যৌথভাবে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেয়, সেটাই দেখার। যে ড্রাফট সূচি তৈরি হয়েছে, তাতে বেশ কিছু পরিবর্তন হবে। কারণ অনেক দলেরই স্টেডিয়াম পেতে সমস্যা হচ্ছে।


যে সূচি তৈরি হয়েছে তাতে ইস্টবেঙ্গলের ম্যাচ

২১ ফেব্রুয়ারি দিল্লি (হোম), ২৭ ফেব্রুয়ারি জামশেদপুর (অ্যাওয়ে), ৫ মার্চ গোয়া (হোম), ১৪ মার্চ কেরালা (হোম), ২১ মার্চ মহমেডান (অ্যাওয়ে), ২৭ মার্চ নর্থইস্ট (অ্যাওয়ে), ৪ এপ্রিল চেন্নাই (অ্যাওয়ে), ৯ এপ্রিল বেঙ্গালুরু (হোম), ১৯ এপ্রিল পাঞ্জাব (হোম), ২৩ এপ্রিল কাশী (অ্যাওয়ে), ১ মে ওড়িশা (হোম), ৮ মে মুম্বই (হোম)।

মোহনবাগানের ম্যাচ

২৩ ফেব্রুয়ারি চেন্নাই (হোম), ২৮ ফেব্রুয়ারি মহমেডান (অ্যাওয়ে), ৬ মার্চ ওড়িশা (অ্যাওয়ে), ১৪ মার্চ বেঙ্গালুরু (অ্যাওয়ে), ২০ মার্চ মুম্বই (হোম), ৪ এপ্রিল জামশেদপুর (অ্যাওয়ে), ১২ এপ্রিল পাঞ্জাব (হোম), ১৭ এপ্রিল নর্থইস্ট (অ্যাওয়ে), ২৩ এপ্রিল কাশী (হোম), ৩ মে কেরালা (হোম), ৯ মে গোয়া (অ্যাওয়ে), ১৭ মে দিল্লি (হোম)।

Advertisement

মহমেডান স্পোটিংয়ের ম্যাচ

১৫ ফেব্রুয়ারি জামশেদপুর (অ্যাওয়ে), ২০ ফেব্রুয়ারি গোয়া (হোম), ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান (হোম), ৭ মার্চ বেঙ্গালুরু (হোম), ১৩ মার্চ চেন্নাই (অ্যাওয়ে), ২১ মার্চ ইস্টবেঙ্গল (হোম), ৩ এপ্রিল পাঞ্জাব (অ্যাওয়ে), ১২ এপ্রিল কাশী (অ্যাওয়ে), ১৯ এপ্রিল ওড়িশা (অ্যাওয়ে), ২৮ এপ্রিল দিল্লি (অ্যাওয়ে), ১৭ মে নর্থইষ্ট (হোম), ৯ মে মুম্বই (হোম), ১০ মে কেরালা (অ্যাওয়ে)।

ড্রাফট সূচিতে মহমেডানের শেষ দুটি ম্যাচ পরপর দুদিন রয়েছে। তা যে পরিবর্তন হবে তা বলাই বাহুল্য।

Read more!
Advertisement
Advertisement