
সূচি চূড়ান্ত না হলেও, এবারের আইএসএল (ISL 2025) নিজেদের মাঠে খেলার চেষ্টা শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ আয়োজনের জট কাটাতেই অনেকটা সময় অতিবাহিত হয়েছে। দু'দিন আগেই ক্লাবদের কাছে চিঠি পাঠিয়ে, পছন্দসই ভেন্যু জানতে চেয়েছিল এআইএফএফ। সোমবার ১৪টা ক্লাবই নিজেদের উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশনকে।
কিশোর ভারতীতেও হতে পারে ম্যাচ
সূত্রের খবর, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেও, বেশ কিছু সমস্যা রয়েছে। গত ডিসেম্বর মাসে মেসি কান্ডের জেরে তছনছ হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। সবেমাত্র মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, চলতি বছরের মাঝামাঝি রাজ্যে ভোট রয়েছে। সেই কারণেও নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে পারে আয়োজক ক্লাব। ফলে আপাতত বিকল্প ভেন্যু হিসাবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের নাম প্রস্তাব দিয়েছে দুই প্রধান।
প্রস্তুত নয় ইস্টবেঙ্গল মাঠ
অন্যদিকে, এই দুই মাঠের পাশাপাশি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের নিজস্ব মাঠেও আইএসএলের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। যদিও ইস্টবেঙ্গল মাঠে ফ্লাডলাইট সম্পূর্ণ প্রস্তুত নয়। সেই কাজও দ্রুত শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে লিগের ডার্বি ছাড়া প্রতিযোগিতার প্রথম দিকের অধিকাংশ ম্যাচই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলার সম্ভাবনা ইস্ট-মোহনের।
বারাসাতে হতে পারে ইন্টার কাশির ম্যাচ
পাশাপাশি, মহমেডান স্পোর্টিংও একই মাঠ থেকে আইএসএল খেলার কথা জানিয়েছে। অন্যদিকে, ইন্টার কাশী বারাসাত স্টেডিয়াম এবং কল্যাণী স্টেডিয়ামের নাম প্রস্তাব করেছে। তবে সূত্র মারফত খবর, শুধুমাত্র বারাসাত স্টেডিয়ামেই ম্যাচ খেলতে চাইছে ইন্টার কাশী। এছাড়া পঞ্জাব এফসি দিল্লি থেকে নিজেদের ম্যাচ খেলার আবেদন করেছে। পাশাপাশি, মুম্বই সিটি এফসিও মাঠ বদলের প্রস্তাব দিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত ১৪টি ক্লাবের আবেদন বিবেচনা করে, কী সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
কীভাবে হবে এবারের লিগ?
লিগ পরিচালনার জন্য নির্মিত ম্যানেজমেন্ট কমিটি লোকাল অর্গানাইজিং কমিটি হিসাবে কাজ করবেন। মূলত লিগের দৈনন্দিন কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যই এই কমিটি গঠন করা হবে। চেয়ারম্যান সহ ফেডারেশন নির্বাচিত দু'জন সদস্য থাকবে এই কমিটিয়ে। এছাড়াও পাঁচজন ক্লাব প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে যুক্ত করা হবে। কমার্শিয়াল পার্টনারের প্রতিনিধি থাকবে তিনজন। ক্লাব প্রতিনিধিদের মধ্যে শেষ মরশুমের প্রথম ও দ্বিতীয় স্থানাসিকারী দল অগ্রাধিকার পাবে। বাকি তিনজন প্রতিনিধি সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে নির্বাচিত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, বিদেশি ফুটবলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আয়োজিত হবে আগামী ২০ বছরের আইএসএল। অন্যদিকে, বুধবার দুপুরে আইএসএল ক্লাবগুলির কাছে একটি খসড়া পাঠানো হবে। পরবর্তীতে সর্বসম্মতিক্রমেই সেই সূচিতে চূড়ান্ত শিলামোহর পড়তে পারে।