Advertisement

ISL 2026: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ISL, কতগুলো দল খেলবে? জানাল ক্রীড়ামন্ত্রক

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। ফেডারেশনের সঙ্গে আলোচনার পর, এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। দীর্ঘ টালবাহানার পর ইন্ডিয়ান সুপার লিগ যে হচ্ছে তাতে দারুণ খুশি দেশের ফুটবল সমর্থকরা। 

আইএসএল ট্রফিআইএসএল ট্রফি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Jan 2026,
  • अपडेटेड 7:26 PM IST

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। ফেডারেশনের সঙ্গে আলোচনার পর, এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। দীর্ঘ টালবাহানার পর ইন্ডিয়ান সুপার লিগ যে হচ্ছে তাতে দারুণ খুশি দেশের ফুটবল সমর্থকরা। 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন 'আইএসএল নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল, কিন্তু আজ সরকার, ফুটবল ফেডারেশন এবং ১৪টি ক্লাবের একটি বৈঠক হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইএসএল ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সমস্ত ক্লাব অংশগ্রহণ করবে।' সভায় এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাগুলোর কাঠামো ও অর্থায়ন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেন। আইএসএল-এ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে। মোট ৯১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ঠিক কীভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

আইএসএল-এর পাশাপাশি একইসঙ্গে আই লিগও আয়োজন করা হবে বলে জানিয়েছেন কল্যাণ। সেক্ষেত্রে ১১টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে। সেখানে ৫৫টি ম্যাচ হবে। 

আইএসএল-এর সুষ্ঠু পরিচালনার জন্য ২৫ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। কল্যাণ বলেন, 'এই তহবিলের দশ শতাংশ দেবে এআইএফএফ। তিরিশ শতাংশ ব্যবসায়িক সংস্থার থেকে আসার কথা থাকলেও, এআইএফএফ-এর সঙ্গে কোনও কোম্পানির চুক্তি না থাকায় আপাতত এআইএফএফই সেই অর্থ দেবে।'

তিনি আরও বলেন, 'সব মিলিয়ে, একজন বাণিজ্যিক অংশীদার না পাওয়া পর্যন্ত এআইএফএফ আইএসএল-এর জন্য ১৪ কোটি টাকা এবং আই-লিগের জন্য প্রায় ৩.২ কোটি টাকা দেবে।'

চৌবে আরও জানান যে ভবিষ্যতে দুটি লিগ তদারকি করার জন্য একটি গভর্নিং কাউন্সিল বোর্ড গঠন করা হবে এবং এই সংস্থাটি 'সমস্ত বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে'।

Read more!
Advertisement
Advertisement